সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় হিসার জেলায় দ্বাদশ শ্রেণির দুই ছাত্র স্কুলের প্রিন্সিকালকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল! দুই নাবালককে বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে একাধিকবার বকাঝকা করেছিলেন প্রিন্সিপাল। তাদের লম্বা চুল কাটতে বলেছিলেন। অভিযোগ, এই ‘অপরাধে’ প্রিন্সিপালকে কুপিয়ে খুন করেছে দুই ছাত্র। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি দুই নাবালককে।
পুলিশ জানিয়েছে, দুই ছাত্রের হামলায় মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের জগবীর সিংয়ের। তিনি ছিলেন হিসারের বাস বাদশাহপুরের কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডরি স্কুলের প্রিন্সিপাল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলের সামনেই তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। এই ঘটনায় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হানসির এসপি অমিত যশবর্ধন জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রিন্সিপাল জগবীর সিং অভিযুক্ত দুই ছাত্রকে চুল কাটাতে বলেছিলেন। এছাড়াও ইউনিফর্ম পরা-সহ স্কুলের নিয়মশৃঙ্খলা মানতে বলেন। এই বিষয়ে নাবালকদের একাধিক হুঁশিয়ারি দিয়েছিলেন প্রিন্সিপাল। তাতেই ক্ষিপ্ত হয়ে দুই ছাত্র ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে প্রিন্সিপালকে। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলা চালানোর পর ছুটে পালাচ্ছে দু’জন। যশবর্ধন জানান, এখনও গ্রেপ্তার করা হয়নি ছাত্রদের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত প্রিন্সিপালের দেহ।