সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের জন্য দেব বর্তমানে সপরিবারে লন্ডনে রয়েছেন। গত শনিবার, ৫ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। তবে দূরদেশে থাকলেও বর্তমানে টলিউড সুপারস্টার ‘ধূমকেতু’ মুডে! নিজমুখেই সেকথা শেয়ার করেছেন দেব। লন্ডন থেকে প্রজাপতি সিক্যুয়েলের শুটের একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ‘মুড এখন ধূমকেতু বলছে।’ আসলে সোমবার সপ্তাহের পয়লা দিনেই ‘ধূমকেতু’র পয়লা গানের মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতারা।
একে দেব-শুভশ্রী জুটি, উপরন্তু অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘গানে গানে’ দুষ্টু-মিষ্টি মুহূর্তের ঝলক। আর সেই গানের ঝলক শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার গায়ক অরিজিৎ। সোমবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটায় দর্শক-অনুরাগীদের উন্মাদনার পারদ তুঙ্গে! যার জেরে উচ্ছ্বসিত প্রযোজক রানা সরকার এবং দেবও। দেব বলছেন, ‘এই গান আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল। এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।’ আর স্পেশাল হবে না-ই বা কেন? যে গানে ভারতীয় সঙ্গীত দুনিয়ার দুই তাবড় শিল্পী অরিজিৎ এবং শ্রেয়া কণ্ঠ দিয়েছেন, সেটা যে দর্শক-শ্রোতাদের জন্য উপরি পাওনা, সেটা বলাই বাহুল্য।
https://www.fb.com/medevadhikari/posts/pfbid0W4NpaYpNTCsnG72EqKAVTY8zaAoygTpPRDuRrSWo2vH4TqkNaZafXhac2bMTcMhgl
সোমবার লন্ডনের বিভিন্ন লোকেশন ফুটে উঠেছে সুপারস্টারের সোশাল মিডিয়ায়। কখনও প্রযোজক অতনু রায়চৌধুরি এবং পরিচালক অভিজিৎ সেন। আবার কোনও ফ্রেমে দেবের মা-বাবা, বোন। কিছু ছবিতে সোলো ফ্রেমেও নজর কাড়লেন দেব। উল্লেখ্য, ধূমকেতু মুক্তি না পাওয়ায় এযাবৎকাল বহু জল্পনা শোনা গিয়েছিল। এরমধ্যে প্রযোজক রানার সঙ্গে দেবের জটিলতার পাশাপাশি উঠে এসেছে রুক্মিণী মৈত্রর কথাও। দীর্ঘদিন ধরেই বাংলা বিনোদুনিয়ায় চাউর একটি গুঞ্জন, অভিনেত্রী নাকি চাননি দেবের সঙ্গে প্রাক্তন বান্ধবীর ছবি রিলিজ করুক! তবে সম্প্রতি এক ম্যাগাজিনের মলাট সাক্ষাৎকারে সমস্ত গুঞ্জন উড়িয়ে নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে দেব জানিয়েছেন, রুক্মিণী মৈত্র প্রথম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফ থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শাড়ি উপহার দিয়েছিলেন, ‘ধূমকেতু’র মহরতের দিন। কারণ এই সিনেমাই দেব প্রযোজিত প্রথম ছবি। অতঃপর শত গুঞ্জন, বিতর্ক থাকলেও দীর্ঘ নয় বছরের আইনি জটিলতার জন্যই যে ধূমকেতু মুক্তির আলো দেখেনি, তা সুপারস্টারের মন্তব্যে স্পষ্ট। সম্প্রতি মুম্বইতে গিয়ে দেব খোদ এই সমস্যা মিটিয়েছেন। যার জেরে আগামী ১৪ আগস্ট মুক্তির আলো দেখতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’।
View this publish on Instagram