সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে বিমানসেবিকাকে ধর্ষণে অভিযুক্ত হলেন একজন পাইলট। বছর তেইশের তরুণীর অভিযোগে মুম্বইয়ের মিরা রোডে নিজের ফ্ল্যাটে ডেকে তাঁকে ধর্ষণ করেছেন অভিযুক্ত। এই ঘটনায় নওঘর থানায় অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা।’ তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত বিমানচালক বর্তমানে পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিযোগ করেছেন, চলতে সপ্তাহের শুরুতে লন্ডনগামী উড়ানে তাঁরা একসঙ্গেই ‘ডিউটি’ করেছিলেন। ডিউটি শেষে ফেরার পথে মিরা রোডের নিজের আবাসনে যাওয়ার জন্য বিমানসেবিকাকে বারবার অনুরোধ করতে থাকেন পাইলট। দু’জনের আবাসন যেহেতু একই এলাকায় ফলে রাজি হয়ে যান তরুণী। পাইলটের ফ্ল্যাটে ঢুকেই বিমানসেবিকা বুঝতে পারেন যে সেখানে আর কেউ উপস্থিত নেই। পাইলট এই সুযোগ কাজে লাগিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
নওঘর থানায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত পলাতক পাইলটের খোঁজ মেলেনি।