লজ্জা! নামগোত্রহীন চতুর্থ ডিভিশনের ক্লাবের কাছেও হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

লজ্জা! নামগোত্রহীন চতুর্থ ডিভিশনের ক্লাবের কাছেও হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যর অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যে অধঃপতন শুরু হয়েছিল, সেই অধঃপতন সম্ভবত চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছল বুধবার রাতে। ইএফএল কাপ ২০ বারের ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা হেরে গেল নামগোত্রহীন চতুর্থ ডিভিশনের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে। যে ক্লাবের নিজস্ব স্টেডিয়াম পর্যন্ত নেই, তাঁদেরও হারাতে পারল না ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবগুলির অন্যতম ইউনাইটেড।

প্রথমার্ধ শেষ হতে না হতেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় গ্রিমসবি। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করেন চার্লস ভার্নাম। অতি সহজ শটও বাঁচাতে পারেননি ম্যান ইউ গোলরক্ষক ওনানা। দ্বিতীয় গোলটিও হয়েছে ওই ওনানার ভুলেই। এবার কর্নার থেকে উড়ে আসা বলে মিসটাইম পাঞ্চ। বল পড়ল টাইরেল ওয়ারেনের সামনে। অনায়াসে বল জালে জড়িয়ে দিলেন তিনি।

প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়েও সেই ঝাঁজ দেখা গেল না। ম্যাচে ফিরতে ৭৫ মিনিট পর্যন্ত সময় লেগে গেল ২০ বারের ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের। ৭৫ মিনিটে গোল করে ব্যবধান কমালেন এমবেউমো। ৮৯ মিনিটে গিয়ে হ্যারি ম্যাগুয়েরের গোলে কোনওক্রমে সমতা ফেরায় রেড ডেভিলসরা। এরপর পেনাল্টি। ম্যারাথন সেই পেনাল্টি শুট আউটে শেষ পর্যন্ত ভাগ্যদেবতা প্রসন্ন হলেন ‘গরিব’, পিছিয়ে থাকা গ্রিমসবির উপর। খেলার ফল ১২-১১। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল উৎসব। মাঠে নেমে পড়লেন দর্শকরা। আবেগের বিস্ফোরণ চতুর্থ ডিভিশনের ক্লাবের সমর্থকদের মধ্যে।

অন্যদিকে শুধুই অন্ধকার। ফার্গুসন পরবর্তী যুগে বহু খারাপ সময় দেখেছে ইউনাইটেড। কিন্তু এর চেয়ে লজ্জার দিন ক্লাবের ইতিহাসে আগে আসেনি। আসলে এই একযুগে অনেকটা বদলেছে রেড ডেভিলরা। বহু কোচও বদলেছেন। কিন্তু কাজের কাজ হয়নি। ইউনাইটেড যেন আরও আঁধারে ডুবে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *