থাইল্যান্ড: ২ (বেন ডেভিস, আর্জভিলাই)
ভারত: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে। এটাই কি ভারতীয় ফুটবলের ভবিতব্য! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছেও লজ্জার হারের মুখ দেখতে হল মানোলো মার্কেজের টিম ইন্ডিয়াকে। কার্যত ছন্দহীন, প্রভাবহীন ফুটবল খেলে জোড়া গোল হজম করলেন সুনীল ছেত্রীরা।
কলকাতা থেকে দুটো প্রস্তুতি ম্যাচ খেলে থাইল্যান্ডে গিয়েছে ভারতীয় দল। দুটো ম্যাচে জিতলেও খুব একটা আহামরি ফলাফল বলা যাবে না। ১০ জুন এশিয়ান কাপ যোগ্যতাপর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিটা ভারতের জন্য কার্যত অ্যাসিড টেস্ট ছিল। সেই পরীক্ষায় গোল্লা পেলেন লিস্টন কোলাসোরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেন থাইল্যান্ড ফুটবলাররা। খেলার ৮ মিনিটেই প্রথম গোলটি পেয়ে যায় থাইল্যান্ড। অনবদ্য গোল করে তাদের এগিয়ে দেন বেন ডেভিস। প্রথমার্ধে আর গোল আসেনি। থাইল্যান্ড দ্বিতীয় গোলটি পায় ম্যাচের ৫৯ মিনিটে। এবার গোল করেন আর্জভিলাই। থাইল্যান্ডের গোলসংখ্যা আরও বাড়তেই পারত। তবে তাদের স্ট্রাইকাররা একাধিক সুযোগ নষ্ট করেছেন। আনোয়ার আলির একাধিক ভালো ট্যাকেলও ভারতের গড়রক্ষা করেছে।
সবচেয়ে হতাশাজনক বিষয় হল সেভাবে জমাট আক্রমণই শানাতে পারেনি ভারত। গোটা ম্যাচে হাতে গোনা কয়েকটা সুযোগ তৈরি করেছিল মানোলো ব্রিগেড। একবার লিস্টন কোলাসো কার্যত ফাঁকা গোলে গোলরক্ষককে পরাস্ত করতে পারলেন না। আর একবার সুনীল ছেত্রীর একটি পেনাল্টির আবেদন নাকচ হয়। তাছাড়া সেভাবে ভালো সুযোগ আসেনি। এশিয়ান কাপ যোগ্যতাপর্বের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে নামার আগে এই হার যে বিরাট ধাক্কা, সেটা বলার অপেক্ষা রাখে না।