লখনউতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি যোগীর, অংশ লাখ লাখ মানুষের

লখনউতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি যোগীর, অংশ লাখ লাখ মানুষের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


হেমন্ত মৈথিল: স্বাধীনতা দিবসের প্রাক্কালে লখনউতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের বাসভবন থেকে কর্মসূচি শুরু করেন। অংশ নেন কয়েক লক্ষ মানুষ। দেশাত্মবোধক গান, পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যোগী বলেন, “গোটা বিশ্ব অপারেশন সিঁদুর আবহে ভারতের সাহস, শক্তির সাক্ষী। জাতির সম্মান বৃদ্ধি প্রতিটি দেশবাসীর দায়িত্ব।” সকলকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান এবং নিজের বাড়িতে পতাকা উত্তোলনের আর্জি জানান তিনি।

Yogi

অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ ছাড়াও ছিলেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। এছাড়া ছিলেন মন্ত্রী সত্যেন্দ্র সিং, কপিলদেব আগরওয়াল। বিধায়কদের মধ্যে ছিলেন নীরজ বোরা, জয়াদেবী, ওপি শ্রীবাস্তব। এছাড়া মহেন্দ্র সিং, মুকেশ শর্মা, উমেশ দ্বিবেদী, আনন্দ দ্বিবেদী, নীরজ সিং-সহ আরও অনেকে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফি তোলেন যোগী। এদিন ঐক্যের বার্তা দেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, “কেউ কেউ ভাষা, ধর্ম, বর্ণে বিভাজন তৈরি করে ঐক্য়ে ফাটলের উসকানি দিচ্ছে। তবে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” ‘বিকশিত উত্তরপ্রদেশ-আত্মনির্ভর উত্তরপ্রদেশ’ গড়ে তোলার বার্তাও দেন।

Yogi

আগামী শুক্রবার ৭৮ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেন মোদি। গ্রাম, জেলা, শহরে বিশেষ কর্মসূচির কথা বলেন। সেকথা মাথায় রেখে এই পদযাত্রার আয়োজন যোগী আদিত্যনাথের।

লখনউতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি যোগীর, অংশ লাখ লাখ মানুষের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *