হেমন্ত মৈথিল: রাজ্যর তরুণ শিল্পপতিদের প্রতিষ্ঠিত করতে বিরাট ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গোরক্ষপুরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে ১০ লক্ষ তরুণ শিল্পপতি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তরুণ উদ্যোগপতিদের সাফল্যের পথে অর্থ যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
ওই অনুষ্ঠান থেকে যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী ‘যুবা উদ্যমী যোজনা’ গত ২৪ জানুয়ারি থেকে চালু করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল এক বছরের মধ্যে ১ লক্ষ তরুণকে যুক্ত করা হবে। আমাদের এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই যে মাত্র ২ মাসের মধ্যেই ২.৫৪ লক্ষের বেশি তরুণ আবেদন জমা করেছেন। যার মধ্যে ঝাড়াই বাছাই করে এক লক্ষ আবেদন ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে ২৪ হাজার প্রার্থীর জন্য ৯৩১ কোটি টাকা ঋণ অনুমদিত হয়েছে। সাড়ে ১০ হাজার প্রার্থীর জন্য ৪১০ কোটি টাকা ঋণ দেওয়াও হয়ে গিয়েছে। আমাদের এই বছরের টার্গেট ৩১ মার্চের মধ্যে পূরণ করে ফেলব।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবকদের সাহস ও কিছু করার অদম্য প্রয়াসকে আমরা সম্মান করি। তাদের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য অবশ্যই প্রশংসনীয়। অর্থ যাতে তাদের সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় সেটাই আমাদের উদ্দেশ্য। বহু যুবক চান নিজের স্টার্টআপ শুরু করতে। আমরা শুধু তাঁদের পাশে দাঁড়াচ্ছি আর্থিকভাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উপরাষ্ট্রপতির হাত ধরে আমরা এই নয়া পোর্টালের উদ্বোধন করেছি। যেখানে আবেদনের মাধ্যমে তরুণরা ব্যবসা শুরু করতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। যে অর্থ তাঁরা পাবেন তার সুদের উপর ১০ শতাংশ ছাড় দেবে সরকার। অনগ্রসর জাতি-উপজাতির তরুণদের জন্য এই প্রকল্পে বাড়তি ছাড় দেওয়া হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।