লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন, রণকৌশল ঠিক করতে চলতি মাসেই রাজ্য সফরে শাহ

লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন, রণকৌশল ঠিক করতে চলতি মাসেই রাজ্য সফরে শাহ

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন। বাংলায় নিজেদের ঘাঁটি শক্ত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, রণকৌশল ঠিক করতে চলতি মাসেই কলকাতা আসবেন অমিত শাহ।

গত বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া চেষ্টা চালিয়েছেন শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বাংলার নেতা-কর্মীরা। খোদ প্রধানমন্ত্রী একাধিকবার বাংলায় এসেছেন। একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূলকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করেছেন গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু তাতে বিশেষ সুবিধা করা যায়নি। ২১-এর বিধানসভায় ২১৪ আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। তবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বিজেপি। সেই কারণে চলতি মাসেই কলকাতায় আসবেন শাহ। কথা বলবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। যদিও এখনও এই সফরের দিনক্ষণ জানা যায়নি। তবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

এদিকে ছাব্বিশকে পাখির চোখ করে ইতিমধ্যেই নির্বাচনের রুটম্যাপ তৈরি করতে শুরু করেছে তৃণমূল। প্রতিপক্ষকে পরাস্ত করতে রণকৌশল ঠিক করছে নেতৃত্ব। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে অন্যান্য দলগুলোও বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে প্রস্তুতি নিতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *