রোহিত তাণ্ডবে তছনছ রেকর্ড! শচীনকে পিছনে ফেলে নয়া নজির, ছক্কার ঝড়ে টপকালেন গেইলকে

রোহিত তাণ্ডবে তছনছ রেকর্ড! শচীনকে পিছনে ফেলে নয়া নজির, ছক্কার ঝড়ে টপকালেন গেইলকে

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কটকে আছড়ে পড়ল রোহিত ঝড়। দীর্ঘ অপেক্ষার পর সেই ঝড়ে যে একাধিক রেকর্ড তছনছ হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। বরাবাটি স্টেডিয়ামে বিধ্বংসী সেঞ্চুরিতে ছক্কার ঝড়ে টপকে গেলেন ক্রিস গেইলকে। সেই সঙ্গে ভাঙলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড।

ইংল্যান্ডের ৩০৪ রানের লক্ষ্য ধাওয়া করে সহজেই জয় ছিনিয়ে নেয় ভারত। যার নেপথ্যে রোহিতের ৯০ বলে ১১৯ রানের ইনিংস। ১২টি চারের পাশাপাশি হাঁকালেন ৭টি ছক্কা। আর তাতেই ভাঙল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিস গেইলের রেকর্ড। ওয়ানডেতে গেইলের মোট ছয়ের সংখ্যা ৩৩১। সেই রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছিলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা টপকে গেলেন তিনি। ম্যাচ শেষে তাঁর মোট ছয়ের সংখ্যা ৩৩৮। তবে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তাঁর মোট ছক্কা সংখ্যা ৩৫১। সেটা ভাঙাও এখন সময়ের অপেক্ষা।

অন্যদিকে কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকেও পিছনে ফেললেন রোহিত। ৩০ বছর পার করার পর সব ফরম্যাট মিলিয়ে রোহিত ৩৬টি সেঞ্চুরি করেছেন। সেখানে শচীনের সেঞ্চুরি ৩৫টি। আবার ওপেনার হিসেবে রোহিতের রান দাঁড়াল ১৫৪০৪। ওপেনার হিসেবে শচীন করেছিলেন ১৫৩৩৫। তবে ভারতীয়দের মধ্যে এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর রান সংখ্যা ১৫৭৫৮। আরও একটি ক্ষেত্রে শচীনের রেকর্ড ভেঙেছেন হিটম্যান। ওপেনার হিসেবে ১২০বার ৫০ বা তার বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টারের। এদিনের সেঞ্চুরিতে সেটা টপকে গেলেন রোহিত।

রোহিত শর্মা- ম্যাচ ২৬৭, ইনিংস ২৫৯, রান ১০৯৮৭, সর্বোচ্চ ২৬৪, সেঞ্চুরি ৩২, ছক্কা ৩৩৮



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *