রোহিতকে ‘মোটা’ কটাক্ষ কংগ্রেস নেত্রীর, পালটা ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধীর ব্যর্থতা মনে করাল বিজেপি

রোহিতকে ‘মোটা’ কটাক্ষ কংগ্রেস নেত্রীর, পালটা ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধীর ব্যর্থতা মনে করাল বিজেপি

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ! শুধু তাই নয়, রোহিতকে ব্যর্থ ক্রিকেটার বলে আক্রমণ কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। পালটা রাহুল গান্ধীকে ব্যর্থতার খতিয়ান তুলে কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ বিজেপির। সবমিলিয়ে ক্রিকেটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল জাতীয় রাজনীতি।

গতকাল অর্থাৎ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ বলে মাত্র ১৭ রান করে রোহিত শর্মা। এরপরই ভারতের ক্যাপ্টেনকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’ একইসঙ্গে রোহিতকে মধ্যমানের ক্যাপ্টেন ও মধ্যমানের ক্রিকেটার হিসেবে কটাক্ষ করে শামা। তাঁর এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নেয়।

শামার এই মন্তব্যের পালটা বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০টি নির্বাচনে হেরেছে তারা এখন রোহিতের নেতৃত্বের সমালোচনা করছে। একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়। এই দলই নাকি নিজেদের ‘মহব্বত কি দুকান’ বলে প্রচার করে। আসলে এটা ‘নফরতের ভাইজান’। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেত্রী রাধিকা খেরাও কড়া সুরে আক্রমণ শানিয়েছেন নিজের পুরনো দলকে। তিনি বলেন, এটা কংগ্রেসের বাস্তব চরিত্র। দশকের পর দশক ধরে এরা দেশের খেলোয়াড়দের অপমান করে এসেছে। যে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে তাঁকে নির্লজ্জভাবে কটুক্তি করতেও এদের বাধে না। কংগ্রেস হল সেই দল যারা স্বজনপোষণে বিশ্বাস করে, তাই যে নিজের যোগ্যতায় চ্যাম্পিয়ন হয় তাঁকে নোংরা কটুক্তি করে।

বিষয়টি নিয়ে বিতর্ক মাথাচাড়া চাপে পড়েছে কংগ্রেস। তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন শামা। পাশাপাশি সাফাই দিয়ে লেখেন, ‘রোহিতকে অপমান করার উদ্দেশে এই মন্তব্য আমি করিনি। সাধারণ ভাবেই এই পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল খেলোয়াড়দের ফিট থাকা জরুরি তাই ওটা লিখেছিলাম। রোহিতের চেহারা নিয়ে অপমান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *