রোহিতকে ফের মুম্বই অধিনায়ক করুন, শিরডি মন্দিরে ভক্তের অনুরোধে কী বললেন নীতা আম্বানি?

রোহিতকে ফের মুম্বই অধিনায়ক করুন, শিরডি মন্দিরে ভক্তের অনুরোধে কী বললেন নীতা আম্বানি?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক বিতর্ক নতুন কিছু নয়। গত মরশুমে রোহিত শর্মার জায়গায় হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে কম জলঘোলা হয়নি। আগের মরশুম তো বটেই, এমনকী চলতি আইপিএলেও সেভাবে ছন্দে দেখা যায়নি মুম্বইকে। এমন আবহে এক সমর্থক মতামত জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি নীতা আম্বানিকে সামনে পেয়ে রোহিত শর্মাকে ফের অধিনায়ক করার অনুরোধ করে বসেন।

ঠিক কী ঘটেছে? মুম্বই মালকিন গিয়েছিলেন শিরডি সাইবাবা মন্দিরে পুজো দিতে। মন্দিরের বাইরে ওই ভক্ত নীতা আম্বানির কাছে এগিয়ে যান। হাতজোড় করে তাঁকে সরাসরি বলেন, “ম্যাডাম, ম্যাডাম, রোহিতকে ক্যাপ্টেন করুন।” নীতা আম্বানিও তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “বাবা কি মর্জি।” অর্থাৎ সর্বশক্তিমানের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন আম্বানি। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ক্লিপ নেটভুবনে ভাইরাল।

গত মরশুমে রোহিত শর্মার বদলে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হয়। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের একটা বড় অংশ এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। ঘরে-বাইরে হার্দিককে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা। পাঁচবারের চ্যাম্পিয়নরা গত মরশুমে সবার শেষে শেষ করেছিল।

চলতি মরশুমে ছয় ম্যাচের দু’টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে মুম্বই। এই পরিসংখ্যান খুশি করতে পারেনি মুম্বই ভক্তদের। তাঁদের অনেকেই আবার পাণ্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে ক্ষুব্ধ। তাই হয়তো অনেকেই চাইছেন ফের রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে। তাঁদের বিশ্বাস, রোহিত ক্যাপ্টেন্সিতে ফিরলে ঘুরে দাঁড়াবে মুম্বই। যদিও, এবার কিন্তু মুম্বইকে অনেকটাই ঐক্যবদ্ধ মনে হচ্ছে। হয়তো অভ্যন্তরীণ সমস্যাগুলিরও সমাধান হয়েছে। তাই ভক্তের অনুরোধে নীতা আম্বানি আদৌ রোহিতকে নেতৃত্বে ফেরাবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *