রোমান্স-হাস্যরস-আবেগের মিশ্রণ, প্রকাশ্যে এল মিঠুন-অঞ্জনের ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র ট্রেলার

রোমান্স-হাস্যরস-আবেগের মিশ্রণ, প্রকাশ্যে এল মিঠুন-অঞ্জনের ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র ট্রেলার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের দীর্ঘকালীন ডিভোর্স মামলায় আগেই নাম জুড়েছে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর, তবে তা রুপোলি পর্দায়। এবার সেই ডিভোর্স মামলার ঝলক এল প্রকাশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির কথা বলা হচ্ছে। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

একফ্রেমে এযাবৎকাল বড়পর্দায় ধরা দেননি মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত। এবার দুই ডাকসাইটে অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা গেল। ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির ট্রেলারে দুই অভিনেতাই নিজের জাত চিনিয়েছেন। ছবিতে এক জজ সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। তাঁরই বিবাহবিচ্ছেদের মামলা চলছে দীর্ঘ ২৭ বছর ধরে। মিঠুনের স্ত্রীর ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু। ছবির ট্রেলারে এক অন্যরকম প্রেমের গল্পের আভাস মেলে। যে সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়িয়ে তাতে কি প্রেম আদৌ বেঁচে থাকে? তারই উত্তর খুঁজবে এই ছবি।

ট্রেলারে আলাদা করে নজর কেড়েছেন অঞ্জন দত্ত। বোহেমিয়ান লুকের সঙ্গে হাস্যরসের মিশেলে তাঁর চরিত্রটি যে ছবিতে অন্যমাত্রা যোগ করবে তার আভাস মিলেছে ট্রেলারেই। এছাড়াও এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। ছবিতে তাঁদেরও স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তাঁদের সম্পর্কের জটিলতাও ছবির আরেক দিক হতে চলেছে, যার ঝলক মিলেছে ট্রেলারে। অঞ্জন দত্ত অভিনীত চরিত্রটি মিঠুন- অঞ্জনার ভাঙতে বসা দাম্পত্যকে জোড়া লাগাতে কি অনুঘটকের ভূমিকা নেবে? উত্তর মিলবে ছবিতে।

প্রসঙ্গত, ছবিতে মিঠুন-অঞ্জনার অল্পবয়সি চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য ও রোশনী ভট্টাচার্যকে। ট্রেলারে তাঁদেরও ঝলক মিলেছে। কিছুদিন আগেই ছবির মুক্তি ঘিরে বেশ কিছুটা জলঘোলা হয়েছিল। পয়লা বৈশাখে ছবি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেয় নির্মাতারা। জানা যায়,বক্স অফিসের কথা মাথায় রেখেই নাকি নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দেয়।  ছবিটি প্রযোজনা করেছে কাহাক স্টুডিওজ। সব সমস্যা কাটিয়ে আগামী ১ মে পথিকৃৎ বসু পরিচালিত ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *