রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসে কলকাতা জোনের চ্যাম্পিয়ন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসে কলকাতা জোনের চ্যাম্পিয়ন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস আয়োজিত কলকাতা জোন ফুটবল চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হয়ে গেল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।

এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে অংশ নিয়েছিল শহরের নামী চারটি দল। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি, মহামেডান স্পোর্টিং, ভবানীপুর এবং অ্যাডামাস ইউনাইটেড। সেখানেই বাকিদের পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে যায় বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমির জুনিয়ররা। এর পাশাপাশি অনূর্ধ্ব ১৫ গ্রুপের ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিল বাংলার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি ও ইউনাইডেট স্পোর্টস। সেখানেও দুরন্ত পারফর্ম করে বেঙ্গল অ্যাকাডেমি। চ্যাম্পিয়নের ট্রফি অধরা থাকলেও দ্বিতীয়স্থান অর্থাৎ রানার্স আপ হয়ে শেষ করে তারা। চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুনের খুদেরা।

স্বাভাবিক ভাবেই বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি জোড়া সাফল্যে উচ্ছ্বসিত কোচ এবং কর্মকর্তারা। দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিই এখন বাংলার ফুটবলের সাপ্লাই লাইন।

এদিকে, এই টুর্নামেন্টেই মহিলাদের অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন হয় এসপি ওয়ান ফাউন্ডেশন। মহিলা অনূর্ধ্ব ১৯ ফাইনালে ট্রফি জিতে নেয় শ্রীজা ইন্ডিয়া।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *