সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন। তাঁর চোট সংশয়ে রেখেছিল ভারতীয় সমর্থকদের। চতুর্থ দিন মাঠে নামলেন। জয়ও করলেন। কেএল রাহুলের বড় সেঞ্চুরি ভারতীয় ‘এ’ দলকে ৪১২ রান তাড়া করে জয়ে স্বাদ এনে দিল। সেঞ্চুরি পেলেন সাই সুদর্শনও।
চতুর্থ দিন ভারতীয় এ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২৪৩ রান। ৪৪ রানে অপরাজিত ছিলেন সাই সুদর্শন। দিনের শুরুতেই ‘নৈশপ্রহরী’ মানব সুথারের (৫) উইকেট খোয়ায় ভারত। এরপর কেএল রাহুলের ১৭৬ এবং সাই সুদর্শনের ১০০ ভারতকে জয়ের সরণিতে নিয়ে যায়।
একানা স্টেডিয়ামে রাহুলের ইনিংসটি ছিল যথেষ্ট আক্রমণাত্মক। ২১০ বলে করা ১৭৬ রানের অপরাজিত ইনিংসটি সাজানো ১৬টি চার, ৪টি ছক্কা দিয়ে। স্ট্রাইক রেট ছিল ৮৩.৮১। অন্যদিকে, সাই সুদর্শন ছিলেন ধৈর্যশীল। প্রথম ইনিংসে ৭৫ রানের ইনিংস খেলার পর এই বাঁ-হাতি ব্যাটার ১৭২ বলে ১০০ রান করেন। তাঁর শান্ত মেজাজ এবং ধ্রুপদী সমস্ত শটের প্রশংসা করছে ক্রিকেটমহল।
প্রথম ইনিংসে ৪২০ রানের জবাবে ভারতীয় ‘এ’ দল গুটিয়ে যায় ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায় অজি দল। তবে, ভারতের সামনে ৪১২ রানের বিশাল লক্ষ্য ছিল। সেই রান ৯১.৩ ওভারেই তুলে নেয় ভারত। রান পান ধ্রুব জুরেলও। মারমুখী মেজাজে তিনি করেন ৫৬। তাঁদের এমন পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।