‘রাস’ ছবির যৌথ পরিবারের গল্প টাইমমেশিনে করে নিয়ে যাবে হারানো সময়ে, প্রকাশ্যে ট্রেলার

‘রাস’ ছবির যৌথ পরিবারের গল্প টাইমমেশিনে করে নিয়ে যাবে হারানো সময়ে, প্রকাশ্যে ট্রেলার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন বাঙালির জীবনে ছিল একান্নবর্তী পরিবার। আচার-বড়ি রোদে দেওয়ার একটা ছাদ ছিল। একটা শীতের অলস দুপুরে বাড়ির ছাদে সংসারের সব কাজ সেরে বাড়ির মহিলাদের দুটো সুখ-দুঃখের কথা ভাগ করে নেওয়ার সময় ছিল। যে কোনও অনুষ্ঠানে বাড়িতে একটা হইহই হাওয়া ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আর কালের নিয়মে সেসব চুকেবুকে গিয়েছে। ফুলকাকা বা রাঙাপিসি ডাকার দিন গিয়েছে। এখন দু কামরার ফ্ল্যাট, ব্যস্ত জীবন, নিউক্লিয়ার ফ্যামিলি এসবেই অভ্যস্ত আমরা। হারিয়ে যাওয়া সেই যৌথ পরিবারের গল্পই ফিরিয়ে নিয়ে আসছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর ‘রাস’ ছবির  হাত ধরে। প্রকাশ্যে এল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।

 

ট্রেলারের শুরু থেকে শেষ অবধি নিজের শিকড়ের কাছে ফেরার গল্পই তুলে ধরেছেন পরিচালক। ছবির ‘সোমনাথ’ ওরফে বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন। মানিকপুরে জন্ম নেওয়া সোমনাথ মায়ের মৃত্যুর পর চলে আসে বাবার হাত ধরে কলকাতায়। আদ্যন্ত শহুরে জীবন হঠাৎই তার পুরনো ভিটে মাটি, পরিবারের কাছে ফিরে যেতে চায়। সে করেও তাই। একেবারে শহুরে বাবু সেজে সে যায় মানিকপুরে। তাকে দেখেই বোঝা যায়, বাড়ি আসার পথে অনভ্যাসের কারণেই কোনও পুকুরে পড়ে গিয়ে ভিজে ফিরেছে। সোমনাথ বাড়ি ফেরায় চক্রবর্তী পরিবারের সকলে বেজায় খুশি।

সেই মানিকপুরেই তার সখ্য গড়ে ওঠে ছবির রাই ওরফে দেবলীনা কুমারের সঙ্গে। কাছাকাছি আসে তারা। রাই মানিকপুরের একটি স্কুলের শিক্ষিকা। নাচেও বেশ পারদর্শী। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম ও দেবলীনা। চক্রবর্তী পরিবারের রাস উৎসব, নাটকের আয়োজন, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙালির ফেলে আসা যৌথ পরিবারের নস্ট্যালজিয়াই ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন পরিচালক তথাগত। আগামী ৬ জুন মুক্তি পাবে ‘রাস’। ছবিতে বিক্রম-দেবলীনা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, বিমল গিরি, দেবাশিস রায় প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *