রাশ বিজয়োৎসবে! ৩ সদস্যের কমিটি গঠন BCCI-এর, শীঘ্রই আসতে চলেছে নির্দেশিকা

রাশ বিজয়োৎসবে! ৩ সদস্যের কমিটি গঠন BCCI-এর, শীঘ্রই আসতে চলেছে নির্দেশিকা

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল ট্রফি জয়কে কেন্দ্র করে বেঙ্গালুরুতে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে। আরসিবি’র বিজয়োৎসবে শামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে অকালে ঝরে গিয়েছে ১১টা তাজা প্রাণ। আহত হন বহু। এই ঘটনায় বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সেই লক্ষ্যে এদিন কমিটি গঠিত হল।

শনিবার অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিসিআই। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটে তা নিয়ে নির্দেশিকা তৈরিই লক্ষ্য থাকবে এই কমিটির বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর মর্মান্তিক কাণ্ডের পর আগামী দিনে বোর্ডের হাতেই বিজয়োৎসবের রাশ যেতে চলেছে, তা বলাই বাহুল্য।

দেবজিৎ সাইকিয়া, রাজীব শুক্লা এবং প্রভাতেজ ভাটিয়াকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কমিটির সভাপতিত্ব করবেন সাইকিয়া। বিসিসিআই সূত্রে খবর, আগামী ১৫ দিনের মধ্যে বিজয় উদযাপন নিয়ে নির্দেশিকা তৈরি করা হবে। বিসিসিআই এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অ্যাপেক্স কাউন্সিল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এবং বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই কমিটি ১৫ দিনের মধ্যে নির্দেশিকা তৈরি করবে।” 

জানা গিয়েছে, পুরো বিষয়টা নিয়ে ভারতীয় বোর্ড প্রবল রুষ্ট। সেই কারণে কোনও ঢিলেমি দিতে চাইছে না তারা। অনেকের মতে, আগামী বছর থেকে আইপিএল বিজয়োৎসব দেখার জন‌্য টিকিট বিক্রি করা উচিত। দর্শকরা যেমন শহরে আইপিএল ম‌্যাচ পড়লে অনলাইনে টিকিট কেটে মাঠে যান, খেলা দেখেন, বিজয়োৎসবের ক্ষেত্রেও তেমনটাই করা সবচেয়ে ভালো। তাতে এ রকম মর্মান্তিক ঘটনা থেকে ভবিষ‌্যতে রক্ষা পাওয়া যাবে। এখনই সব কিছু চূড়ান্ত নয়। কিন্তু বিষয়টা নিয়ে প্রাথমিক একটা ভাবনাচিন্তা হয়েছে বলেই শোনা যাচ্ছে। কেউ নিয়ম ভাঙলে তাকে কড়া শাস্তি দেওয়া হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *