রাশিয়ার পর জোরাল ভূমিকম্প তুরস্কে, ৬.১ মাত্রার কম্পনে ভাঙল বহু বাড়ি, শুরু উদ্ধারকাজ

রাশিয়ার পর জোরাল ভূমিকম্প তুরস্কে, ৬.১ মাত্রার কম্পনে ভাঙল বহু বাড়ি, শুরু উদ্ধারকাজ

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার পর তুরস্কে জোরাল ভূমিকম্প। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, সেখানে রবিবার কম্পনের মাত্রা ছিল ৬.১। পশ্চিম তুরস্কের সমস্ত শহরে কেঁপে উঠেছে কেঁপে ওঠে। এর মধ্যে রাজধানী ইস্তানবুল এবং পর্যটকদের পছন্দের শহর ইজমিরও রয়েছে। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ও মৃত্যুর বিষয়ে এখনও খবর নেই।

তুরস্কের টিভি চ্যানেলগুলি দেখিয়েছে, বালিকেসির প্রদেশে বহু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় সময় সন্ধে ৭টা বেজে ৫৩ মিনিটে কেঁপে ওঠে পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক মিনিট পর ৪.৬ মাত্রার অফাটার শকে কেঁপে ওঠে বহু এলাকা। এক্স হ্যান্ডেলে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমে পড়েছে। এখনও পর্যন্ত ভয়ংকর বিপর্যয়ের খবর নেই।

প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের স্মৃতিতে ফিরতে চায় না তুরস্ক এবং তাঁর প্রতিবেশীল দেশ সিরিয়া। সেবার ভয়াবহ ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি একের পর এক ভূকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। এমনকী এর জেরে সুনামি পরিস্থিতি তৈরি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *