সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসির কথা বললে বলে, হাসব না না না না…। ভারতীয় ক্রিকেটের ‘রামগরুড়ের ছানা’ বলতে যদি কারও নাম মনে পড়ে, তিনি গৌতম গম্ভীর। নামেও গম্ভীর, স্বভাবেও গম্ভীর। পরিস্থিতি যা-ই হোক, হাসতে জানেন না ভারতীয় দলের হেডকোচ। গম্ভীরকে নিয়ে এমনটাই বলে ক্রিকেটমহল। গম্ভীরের এই না হাসা নিয়েও নাকি প্রবল আপত্তি ইংরেজ ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় কোচ হাসেন না কেন? লিখিতভাবে ব্রডকাস্টারদের কাছে অভিযোগ জানিয়েছেন ইংরেজ ক্রিকেট সমর্থকরা।
দীনেশ কার্তিক সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-তেণ্ডুলকর সিরিজে ধারাভাষ্যকরের প্যানেলে ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে মজাচ্ছলেই বলেছেন, সিরিজ চলাকালীন ইংরেজ ক্রিকেটপ্রেমীরা যে তিনটি বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেছিলেন, সেটির মধ্যে অন্যতম হল গৌতম গম্ভীর কেন হাসেন না। স্কাই স্পোর্টসের দর্শকরা নাকি সোশাল মিডিয়ায় লাগাতার অভিযোগ করেছেন, গম্ভীরের না হাসা নিয়ে। এমনকী স্কাই স্পোর্টস দপ্তরে লিখিতভাবেও এ নিয়ে অভিযোগ করেছেন। আসলে গম্ভীর বড়ই গম্ভীর। আর সেটা নাকি ক্রিকেটের জন্য দৃষ্টিকটু। কার্তিক সবটাই বলেছেন মজার ছলে। তাই তিনি আদৌ সত্যি বলেছেন নাকি স্রেফ রসিকতা করেছেন সেটা বোঝার উপায় নেই।
গোটা অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে গম্ভীর একেবারেই হাসেননি সেটাও অবশ্য সত্যি নয়। এজবাস্টন টেস্টের পর রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন ভারতীয় কোচ। ছাত্রদের সাফল্য হাসি ফোটায় গম্ভীরের মুখে। আবার শেষ টেস্টে টিম ইন্ডিয়ার মহানাটকীয় জয়ের পরও উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি তিনি। সেসব হাসাহাসির মুহূর্ত বোধ হয় ইংরেজ ক্রিকেট প্রেমীদের চোখে পড়েনি।