আজ অভিশপ্ত সেই ৮ আগস্ট। আর জি কর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও এখনও বিচার মেলেনি। সেই নৃশংসতার বর্ষপূর্তীতে শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট‘ (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত। ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচি। শ্যামবাজারেই অবস্থান। শনিবার রাখি বন্ধন কর্মসূচি। রাত দখলের প্রতিটি মুহূর্তের খুঁটিনাটির লাইভ আপডেট সংবাদ প্রতিদিন ডট ইন-এ।
রাত ৯.০৫: অভয়ার বিচার চেয়ে শুক্রবার রাত দখলে নামল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। অভয়ার বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের। মশাল হাতেও পথে নামেন জুনিয়র ডাক্তাররা।
রাত ৯.১৫: এদিনের মিছিলে অবশ্য যোগ দেননি রিক্লেম দ্য নাইট বা রাত দখলের হোতা রিমঝিম সিংহ। তিনি জানিয়েছেন, ১৪ আগস্ট নাগরিক সমাজের প্রতিবাদী কর্মসূচিতে থাকবেন। যদিও মিছিলে রয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া।