রাত দখল Reside: ‘রাজপথ ছাড়ি নাই’, বলছেন অনিকেত-দেবাশিসরা, মৃত্যুর ‘রাজনৈতিক মার্কেটিং’, উঠছে প্রশ্ন

রাত দখল Reside: ‘রাজপথ ছাড়ি নাই’, বলছেন অনিকেত-দেবাশিসরা, মৃত্যুর ‘রাজনৈতিক মার্কেটিং’, উঠছে প্রশ্ন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আজ অভিশপ্ত সেই ৮ আগস্ট। আর জি কর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও এখনও বিচার মেলেনি। সেই নৃশংসতার বর্ষপূর্তীতে শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট‘ (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত। ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচি। শ্যামবাজারেই অবস্থান। শনিবার রাখি বন্ধন কর্মসূচি।  রাত দখলের প্রতিটি মুহূর্তের খুঁটিনাটির  লাইভ আপডেট সংবাদ প্রতিদিন ডট ইন-এ।

রাত ১১টা ৩০: প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অভয়ার বিচার চেয়ে পথে রেডিও জকি অগ্নি।

মিছিলে অভিনেত্রী দেবলীনা দত্ত। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

রাত ১১টা ২০: আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে মেদিনীপুর শহরে বামপন্থী সংগঠনগুলির যৌথ মিছিল।

রাত ১১টা ১০: আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়াল লিখে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের।

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেওয়াল লিখন।

রাত ১১টা: মিছিল থেকে এদিন অনিকেত মাহাতো বলেন, “বলা হচ্ছে সঞ্জয় রায়ের শাস্তি হয়েছে বিচার হয়ে গিয়েছে। আমরা বিচার চাইছি। আমাদের দাবি রয়েছে। তা পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। আদালতের রাতে অভয়ার খুনি সঞ্জয় রায় শাস্তি পেয়েছে। কলকাতা পুলিশের তদন্তে শিলমোহর দিয়েছে সিবিআই। তারপর এই আন্দোলন কি রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতেই? অভয়াকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাম-বাম শক্তি? মিটিং-মিছিলের নেপথ্যে রাজ্যকে অস্থির করার ফন্দি আঁটছে অতিবাম শক্তিগুলি?

রাত ১০.২০: আর জি কর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া মশাল হাতে বলেন, “এই আন্দোলন চলবে। মানুষ ভোলেনি।” 

মশাল হাতে মিছিল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

রাত ১০.১৫: রাজপথে উঠল বিচারহীন একবছর স্লোগান। অভয়ার মা বলছেন, এই আন্দোলন আরও জোরদার করতে হবে। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। শহরতলী এবং জেলাতেও পথে নামল মানুষ।

রাত ৯.১৫: এদিনের মিছিলে অবশ্য যোগ দেননি রিক্লেম দ্য নাইট বা রাত দখলের হোতা রিমঝিম সিংহ। তিনি জানিয়েছেন, ১৪ আগস্ট নাগরিক সমাজের প্রতিবাদী কর্মসূচিতে থাকবেন। যদিও মিছিলে রয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া।

Reclaim the night: Doctor's body starts march for RG Kar victim
মশাল হাতে মিছিল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।

রাত ৯.০৫: অভয়ার বিচার চেয়ে শুক্রবার রাত দখলে নামল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। অভয়ার বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় প্রতিবাদীদের। মশাল হাতেও পথে নামেন জুনিয়র ডাক্তাররা।

কলেজ স্কোয়ার থেকে শুরু জুনিয়র ডাক্তারদের মিছিল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *