রাজ্যের সরকারি হাসপাতালে ফের ওষুধ বিভ্রাট! ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা

রাজ্যের সরকারি হাসপাতালে ফের ওষুধ বিভ্রাট! ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অরূপ বসাক, মালবাজার: মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের দেওয়া ওষুধ ঘিরে বিভ্রান্তি! ওষুধ বোতলের গায়ে তৈরির তারিখ লেখা আগামী সেপ্টেম্বর মাস। যা নিয়ে তীব্র উত্তেজন মালবাজার শহরে। কী করে এই ওষুধ হাসপাতালে এল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি সামনে এল কী করে? শহর সংলগ্ন ক্ষুদিরাম পল্লির বাসিন্দা প্রবীর সাহা তাঁর অসুস্থ মাকে নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। দন্ত বিভাগের চিকিৎসক তাঁর মাকে দেখেন। পরে হাসপাতালেরই ওষুধের কাউন্টার থেকে দাঁতের পরিচর্যার জন্য একটি তরল ওষুধ দেওয়া হয়। ওষুধ নিয়ে বাড়ি ফিরতেই প্রবীরবাবু দেখেন, ওষুধের লেভেলে ম্যানুফ্যাকচারিং ডেট সেপ্টেম্বর ২০২৫। এখন চলছে মার্চ মাস। অন্যদিকে, ওষুধের কার্যকরী তারিখ লেখা রয়েছে অগাস্ট ২০২৬। এতেই তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। ছুটে যান হাসপাতালে। ডাক্তারবাবুকে জানান বিষয়টি। ওষুধ নিয়ে সমস্যা তৈরি হয়েছে তা মেনে নিয়ে হাসপাতালের সুপার চিকিৎসক সুধীর কুমার বলেন, “ওই ওষুধের সমস্ত ব্যাচ ইতিমধ্যেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”

এই ঘটনায় পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মার্চের প্রথমে কীভাবে সেপ্টেম্বর মাসের ওষুধ হাসপাতালে এল? অনেকের সন্দেহ প্রকাশ করছে এটা কি শুধুই একটি অনিচ্ছাকৃত ভুল? নাকি অন্য কোনও কারণ রয়েছে। অনেকের দাবি, চা বাগান-সহ গ্রামীণ এলাকার মানুষজন ওষুধ নেওবার সময়ে দামটাও সঠিকভাবে দেখেন না, সেখানে ওষুধের তারিখ তো অনেক দূরের কথা। সেই জায়গায় দাঁতের ওই একই ওষুধ আরও অনেককে দেওয়া হয়ে থাকলে তা অবশ্যই দুশ্চিন্তার হয়ে দাঁড়াবে বলেই মত ওয়াকিবহল মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *