রাজ্যের মেট্রো প্রকল্পে ‘কৃপণ’ নির্মলা, বাজেটে পাতালরেলের বরাদ্দে ‘কাঁচি’

রাজ্যের মেট্রো প্রকল্পে ‘কৃপণ’ নির্মলা, বাজেটে পাতালরেলের বরাদ্দে ‘কাঁচি’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সোমনাথ রায় নয়াদিল্লি: মনমোহিনী বাজেটে মধ্যবিত্তকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়ে বিরাট চমক দিয়েছে কেন্দ্র। তবে অন্যান্য খাতে বরাদ্দ কমে যাওয়ায় অসন্তোষ বাড়তে শুরু করেছে। এবারের বাজেটে বিহারের জন্য নির্মলা উপুড়হস্ত হলেও, বাংলার শিকে ছেড়েনি। রাজ্যের মেট্রো প্রকল্পের প্রত্যাশার তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ।

বাজেটের রিপোর্টে জানা যাচ্ছে, দমদম বিমানবন্দর-‌নিউ গড়িয়া ভায়া রাজারহাট রেল প্রকল্পে মাত্র ৭২০.‌৭২ কোটি টাকা এবার বরাদ্দ করা হয়েছে। অথচ ওই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রের স্বল্প বরাদ্দ টাকায় কাজের গতি থমকে থাকবে। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকা এই প্রকল্পের কাজ কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই রুটের বরাদ্দ কমলেও গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় টাকার অঙ্ক কিছুটা বাড়ানো হয়েছে জোকা-‌বিবাদী বাগ ভায়া মাঝের মাঝেরহাট মেট্রো রেলপথ।

এই রেলপথ নির্মাণের জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৯১৪ কোটি টাকা। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, গত বছর এই রুটের সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি। ফলে এবার মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে। বাজেটে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দের থেকে কোনও বদল হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে শুধু মেট্রো নয় বাজেটে অসন্তুষ্ট ‘অল ইন্ডিয়া রেশন ডিলার অ্যাসোসিয়েশন’। এই কমিটির জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘কেন্দ্রীয় বাজেটে মোবাইল, টিভি এলইডির দাম কমলেও চাল-গম-চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কোনও প্রস্তাব নেই। তেমনি রেশন ডিলারদের জীবিকার কোনও দিশা নেই। বাজেটে খাদ্য ভর্তুকিও বাড়ানো হয়নি।’

উল্লেখ্য, এবারের বাজেটে বিহারকে ঢালাও উপহার দিয়েছে মোদি সরকার। বিহারের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি-সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার মধ্যে রয়েছে পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, শিল্প ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নের জন্য চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর। পাটনা আইআইটিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্যও বরাদ্দ করা হয়েছে। মাখনা চাষিদের জন্য আলাদা করে মাখনা বোর্ড গঠনের কথা ঘোষণা করা হয়েছে। মিথিলাঞ্চল এলাকার ৫০ হাজার হেক্টর জমিতে চাষবাসের জন্য কুশি খাল প্রকল্প খননে কেন্দ্রীয় সহায়তার কথাও জানিয়েছেন নির্মলা সীতারমণ। বাংলার বরাদ্দ কমানোর ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে এদিন সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *