রাজারহাটে শ্রমিকদের উপর ভেঙে পড়ল ইটের পাঁজা, মৃত্যু তরুণের, জখম আরও ৪

রাজারহাটে শ্রমিকদের উপর ভেঙে পড়ল ইটের পাঁজা, মৃত্যু তরুণের, জখম আরও ৪

স্বাস্থ্য/HEALTH
Spread the love


দিশা আলম, সল্টলেক: ইটভাঁটায় কাজ করার সময় মর্মান্তিক ঘটনা। ইটের পাঁজা ভেঙে পড়ল কর্তব্যরত শ্রমিকদের উপর। ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, নিউটাউনের রাজারহাট থানা এলাকার নাঙ্গলপোতা এলাকায়। মৃত শ্রমিকের নাম বিট্টু লিন্দা (১৯)। ওই তরুণ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা। ঘটনায় আরও চার শ্রমিক জখম হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি ইটভাঁটায় আজ, সোমবার কাজ চলছিল। ইট তৈরির পর সেগুলি রাখার কাজ করছিলেন শ্রমিকরা। সেসময় ইটের উঁচু পাঁজা ভেঙে পড়ে সামনে থাকা শ্রমিকদের মধ্যে। ইটের নিচে চাপা পড়ে যান পাঁচ শ্রমিক। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্যদের মধ্যে। বেশ কিছু সময়ের চেষ্টায় ওইসব ইট সরিয়ে আটকদের উদ্ধার করা হয়। জখমদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিট্টু লিন্দা নামে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকিদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই ইটভাঁটার মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। কীভাবে ওই ঘটনা ঘটল? ইটভাঁটায় সব নিয়মনীতি মেনে কাজকর্ম চলত কিনা, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *