রাজস্থান ছাড়তেই দ্রাবিড়কে নিয়ে আগ্রহী কেকেআর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি

রাজস্থান ছাড়তেই দ্রাবিড়কে নিয়ে আগ্রহী কেকেআর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজর্ষি গঙ্গোপাধ‌্যায়: রাজস্থান রয়‌্যালসের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর চব্বিশ ঘণ্টাও কাটল না। রাহুল দ্রাবিড়কে হেড কোচ হিসেবে পেতে আগ্রহী হয়ে পড়ল কেকেআর সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি!

ঠিক কী হয়েছে?

শনিবার সকালে হঠাৎই আইপিএল পৃথিবীতে বজ্রপাতের মতো এসে পড়ে রাজস্থান-দ্রাবিড় বিচ্ছেদের খবর। যা এ দিন রাজস্থান রয়‌্যালসই সোশ‌্যাল মিডিয়ায় জানিয়ে দেয়। তারা লেখে যে, দ্রাবিড়কে আরও উচ্চ পদ প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি তা নিতে রাজি হননি। তাই দ্রাবিড়ের সঙ্গে রয়‌্যালসের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যিনি গত বছরই হেড কোচ হিসেবে ‘প্রিয়’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরে এসেছিলেন। ভারতীয় টিমের দায়িত্ব ছাড়ার পর।

এরপর যে দ্রাবিড়ের আচমকা রয়‌্যালস সংসার ছেড়েছুড়ে চলে যাওয়া নিয়ে আগ্রহ-প্রপাত শুরু হবে, সহজেই অনুমেয়। আর তা শুরু হয়েও গেল। কেন এ ভাবে দুম করে ছেড়ে দিলেন দ্রাবিড়? রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে কি তাঁর মতের মিল হচ্ছিল না? সঞ্জু স‌্যামসনকে নিয়ে কর্তাদের সঙ্গে মতবিভেদ দেখা দিচ্ছিল? কে না জানে, দ্রাবিড়ের অতীব প্রিয়পাত্র ছিলেন সঞ্জু। যাঁকে রাজস্থান ম‌্যানেজমেন্টের ছেড়ে দিতে বা ট্রেড করতে উদ‌্যত হওয়ার খবর এখন ঠোঙা হয়ে গিয়েছে! তা হলে দ্রাবিড়ের কথা যথেষ্ট গুরুত্ব সহকারে শোনা হচ্ছে না বলেই কি তিনি চলে গেলেন? কে জানত, কয়েক ঘণ্টার মধ‌্যে সমস্ত আলোচনা, সমস্ত আগ্রহ ঘুরে যাবে তাঁর পরবর্তী গন্তব‌্যের দিকে।

দ্রাবিড়কে হেড কোচ হিসেবে পেতে সবচেয়ে বেশি আগ্রহী যে ফ্র্যাঞ্চাইজির নাম শোনা যাচ্ছে, তারা কেকেআর! যারা সদ‌্য চন্দ্রকান্ত পণ্ডিতকে টিমের হেড কোচের পদ থেকে সরিয়েছে। গত আইপিএল সোনালি-বেগুনির খারাপ যাওয়ার পর এটা মোটামুটি নিশ্চিতই ছিল যে, চাকরি যাচ্ছে পণ্ডিতের। কিন্তু পণ্ডিত-বিদায় হলেও কেকেআর এখনও নতুন হেড কোচ খুঁজে পায়নি। টিমের মেন্টর ডোয়েন ব্র্যাভো রয়েছেন। গত বছরই জাতীয় দল থেকে সহকারি কোচের চাকরি হারানো অভিষেক নায়ারকে ফিরিয়ে নিয়ে এসেছে কেকেআর। কিন্তু এখনও টিমে কোনও হেড কোচ নেই।

ও দিকে, আর কয়েক মাসের মধ‌্যে মিনি নিলাম রয়েছে। টিমও ছন্নছাড়া অবস্থায়। মুম্বইয়ের নেতৃত্ব ছেড়ে দেওয়া অজিঙ্ক রাহানেকে নাইটরা অধিনায়ক রাখবে কি না, প্রশ্ন। ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারকে নাইটরা রাখবে কি না, সেটা আরও বড় প্রশ্ন। আর এ সমস্ত সিদ্ধান্ত হেড কোচ ছাড়া নেওয়া সম্ভব কখনও? ওয়াকিবহাল মহলের বক্তব‌্য, দ্রাবিড়কে পেয়ে গেলে আর কী চাইতে পারে কেকেআর? রীতিমতো হাতে চাঁদ পাওয়ার ব‌্যাপার হবে তখন। তুখোড় ক্রিকেটীয় মস্তিষ্ক বাদই রাখা গেল। দ্রাবিড় যেমন টিমকে দাঁড় করিয়ে দিতে পারবেন, ঠিক তেমনই আবার পরের প্রজন্মকেও তুলে আনতে পারবেন।

তবে দ্রাবিড়কে চাইলেই যে কেকেআর পেয়ে যাবে, এমন নয়। তাদেরকে চ‌্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, কেকেআর ছাড়াও অন‌্য কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহী ‌‘দ‌্য ওয়াল’-কে কোচ হিসেবে পেতে। যারা কেউ কেউ তাদের বর্তমান কোচকে রেখে দেওয়া নিয়ে সন্দিহান। অবশ‌্য একদিক থেকে ভাবলে ঠিকই আছে। ‘পরশপাথর’ কবেই আর বিনা যুদ্ধে পাওয়া গিয়েছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *