রাজস্থানে প্রকাশ্যে ‘খুন’ শিক্ষিকাকে, বিজেপি শাসিত রাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

রাজস্থানে প্রকাশ্যে ‘খুন’ শিক্ষিকাকে, বিজেপি শাসিত রাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নার্সের পর এবার শিক্ষিকা। মধ্যপ্রদেশের পর রাজস্থান।রাজস্থানের বাঁশওয়ারা জেলার কালিঞ্জারা। মঙ্গলবার প্রকাশ‌্য দিবালোকে ব্যস্ত রাস্তায় সরকারি স্কুলের শিক্ষিকাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করল প্রাক্তন প্রেমিক। কাছেই নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও তাঁরা তখন শুধুই ‘দর্শক’। ‘খুনি’কেও এখনও ধরতেও পারেনি। তদন্তকারী দলের পুলিশ অফিসার জানিয়েছেন, মৃত মহিলার নাম লীলা তাবিয়ার (৩৬)। ওই শিক্ষিকা আর্থুনার বাসিন্দা।

বিজেপি-শাসিত রাজ‌্যগুলিতে যে মহিলা ‘নিরাপত্তা’ একেবারেই তলানিতে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রশাসন শুধুই মহিলাদের সুরক্ষার কথা বললেও তা কেবলই ‘কথার কথা’। কাজের কাজ কিছুই হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যে লাগামছাড়া নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে লাগামছাড়া ধর্ষণের পরিসংখ‌্যান তুলে ধরে তৃণমূলের স্পষ্ট কথা, বাংলার নারীরা সম্মানের সঙ্গে বাঁচে। অপরাধ যদি ঘটে, অপরাধী যে-ই হোক কেউ রেহাই পায় না। বিচার হয় দ্রুত। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের জেল থেকে মুক্তি দিয়ে গলায় মালা পরিয়ে অভ‌্যর্থনা জানানো হয়।

পরিসংখ‌্যান বলছে, সারা দেশে মহিলাদের বিরুদ্ধে ৪,৪৫,২৫৬টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। প্রতি ঘণ্টায় রুজু হয়েছে ৫১টি মামলা। এর মধ্যে বছরে ৩১,৫৬১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশে। প্রতি ১৬ মিনিটে একটি।      অথচ, শাস্তির হার ২৭.৪ শতাংশ। দেখা গিয়েছে, বিজেপি শাসিত রাজ‌্যগুলিতে মহিলাদের নিরাপত্তা একেবারে তলানিতে। এক বছরে রাজস্থানে ৫৩৯৯, উত্তরপ্রদেশে ৩৬৯০, মধ‌্যপ্রদেশে ৩০২৯, মাহারাষ্ট্রে ২৯০৪, হরিয়ানায় ১৭৮৭, ওড়িশায় ১৪৬৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 

তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় অভিযোগ করেছে, বিজেপিই একমাত্র দল, যাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যেই নারীর প্রতি অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত রয়েছে। হাথরস থেকে শুরু করে উন্নাও, কাঠুয়া-কাণ্ড পর্যন্ত ধর্ষকদের রক্ষা করেছে এই দল। শুধু তাই নয়, ধর্ষকদের ফুল-মালা দিয়ে বরণ করে নিয়েছে। প্রমাণ রয়েছে—-কারা ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে, কারা এই জঘন্য অপরাধকে উৎসাহ দিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাই বিজেপি কখনওই ‘অপরাজিতা বিল’ বা ‘ধর্ষণ-বিরোধী বিল’-কে আইনে পরিণত করতে চায় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *