রাজস্থানের কাছে হার ভুলে দ্রাবিড়-দর্শন মাহির, দুই কিংবদন্তিকে একফ্রেমে দেখে মুগ্ধ নেটিজেনরা

রাজস্থানের কাছে হার ভুলে দ্রাবিড়-দর্শন মাহির, দুই কিংবদন্তিকে একফ্রেমে দেখে মুগ্ধ নেটিজেনরা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে…’ কথাটি গভীর। যার সারমর্ম অনেকে না বুঝলেও অনেকেই বোঝেন। বুঝদার সেই মানুষটির নাম মহেন্দ্র সিং ধোনি। গতকাল ৬ রানে হার মেনেছে চেন্নাই সুপার কিংস। মাঠ মারা গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজাদের লড়াই। মাহিও শেষ দিকে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এত সব চেষ্টা বিফলে গিয়ে ম্যাচ জয়ের আনন্দ পায়নি সিএসকে। যদিও এমন আবহেও দৃষ্টান্ত হয়ে থাকলেন সেই মাহিই। 

বিপক্ষ রাজস্থান রয়্যালসের কোচিং করাচ্ছেন রাহুল দ্রাবিড়। কিন্তু সেটা ‘ভাঙা পায়ে’। টুর্নামেন্ট শুরুর আগেই পায়ে চোট লাগে দ্রাবিড়ের। এখনও তাঁর পায়ে বিশেষ ধরনের ব্যান্ডেজ। ঘুরতে হচ্ছে বৈদ্যুতিন হুইলচেয়ারে। মাঝেমাঝে ক্রাচেরও ব্যবহার করতে হচ্ছে। আহত এই মানুষটিকেই ম্যাচের পর দেখতে যান মহেন্দ্র সিং ধোনি। যা নিয়ে নেটপাড়ায় স্তুতি মাহির নামে। তাঁর এই সহবতের জন্য নেটিজেনদের প্রশংসাও পাচ্ছেন।

ধোনি এবং দ্রাবিড় বেশ কয়েক বছর ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন। এক সময়কার সতীর্থ দ্রাবিড়ের কাছে হেঁটে গিয়ে খোঁজখবর নিতে দেখা যায় ধোনিকে। দু’জনে কিছুক্ষণ কথাও বলেন। দ্রাবিড় তখন রাজস্থানের জার্সি গায়ে ক্রাচ হাতে দাঁড়িয়ে। এখানেই শেষ নয়। এমনকী বেশ কয়েকজন ক্রিকেটারও ধোনিকে অনুসরণ করেন। দ্রাবিড়ের কাছে গিয়ে কেউ করেন করমর্দন, কেউ আবার আলিঙ্গন করতেও এগিয়ে আসেন।

দুই কিংবদন্তি ক্রিকেটারকে এক ফ্রেমে দেখে আনন্দে মেতে ওঠেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়ে যায়। এক নেটনাগরিক লেখেন, ‘এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড় – একই ফ্রেমে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি।’ আরেকজনের কথায়, ‘কিংবদন্তিদের দুর্দান্ত ক্রীড়ানুরাগ।’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘কিংবদন্তিদের পারস্পরিক শ্রদ্ধা অতুলনীয়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *