সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাইভোল্টেজ প্রচার শেষে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভাগ্য পরীক্ষা চলছে ৬৯৯ জন প্রার্থীর। আপের হ্যাট্রিক নাকি এবার পালাবদল তা নির্ধারণ করছেন রাজধানীর ১.৫৬ কোটি ভোটার। বুধবার সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। পাশাপাশি ভোট কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ার মতো।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]