রাজকোষের টাকায় থেকে কংগ্রেস কর্মীদের বেতন! কর্নাটক সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি

রাজকোষের টাকায় থেকে কংগ্রেস কর্মীদের বেতন! কর্নাটক সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকোষের টাকা ব্যয় করে বেতন দেওয়া হচ্ছে কংগ্রেস কর্মীদের! কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হল বিরোধী দল কংগ্রেস। বিজেপির অভিযোগ, ৫ গ্যারান্টি প্রকল্প বাস্তবায়নে ৪ হাজারের বেশি কংগ্রেস কর্মী নিয়োগ করেছে সরকার। যাঁদের বেতন হিসেবে ৬০ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, এই বরাদ্দের তথ্য সরকারের তরফে প্রকাশ্যে আনা হয়নি।

কর্নাটকে ক্ষমতায় আসলে ৫ প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। সেই ৫ গ্যরান্টি প্রকল্প বাস্তবায়িত করতে গঠন করা হয়েছে প্যানেল। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য প্রকাশ্যে এনেছে শাসকদল। যেখানে বলা হয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে ৩৮টি প্যানেল গঠন করা হয়েছে। যেখানে একজন চেয়ারম্যান, ৫ জন ভাইস-চেয়ারম্যান, ৩১ জন সদস্য ও একজন সদস্য সচিব থাকবেন। প্যানেলের চেয়ারম্যান পাবেন মন্ত্রীর পদমর্যাদা ও ভাইস-চেয়ারম্যান পাবেন প্রতিমন্ত্রীর পদ। রাজ্য, জেলা ও ব্লকস্তরে থাকবে এই প্যানেলের অফিস।

শুধু তাই নয়, এই প্যানেলের সদস্যদের মাসিক বেতনও প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে চেয়ারম্যানরা পাবেন মাসিক ৪০ হাজার টাকা, ভাইস-চেয়ারম্যানরা পাবেন ১০ হাজার টাকা, ব্লকস্তরে চেয়ারম্যানদের ২৫ হাজার টাকা দেওয়া হবে। জেলাস্তরের সদস্যদের ১২০০ টাকা বেতন ও ব্লক স্তরে ১১০০ টাকা করে বেতন দেওয়া হবে। এই তথ্য প্রকাশ হতেই বিধানসভায় প্রতিবাদে সরব হয় বিরোধী শিবির। তাঁরা অভিযোগ করে, রাজকোষের টাকা থেকে কংগ্রেস কর্মীদের পুরস্কার দিচ্ছে এই সরকার। কর্নাটকের বিরোধী দলনেতা বিজেপির আর অশোক বলেন, “বিধানসভায় ২২৪ জন বিধায়ক রয়েছেন। এত সরকারি আধিকারিক রয়েছেন কেউ কি এই প্রকল্প বাস্তবায়নে সক্ষম নন। কেন শুধুমাত্র কংগ্রেস কর্মীদের এই প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত করা হচ্ছে? সরকারের কোনও অধিকার নেই করদাতাদের টাকা কংগ্রেস কর্মীদের পিছনে ব্যয় করার।”

তবে বিরোধীদের অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার বলেন, “সরকার সিদ্ধান্ত নেবে কাকে এই প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত করা হবে।” একইসঙ্গে বলেন, “২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্মীরা কঠোর পরিশ্রম করে দলকে ক্ষমতায় এনেছে। আমরা চাই সেই কর্মীদের পদ দিয়ে সম্মানিত করতে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *