সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বাসযোগ্যতা-যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র। প্রিয় মানুষের সঙ্গে প্রতারণা কেউই মেনে নেন না। মিথ্যা কথা হৃদয়ের ঢেউয়ে ভাটা আনে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশি জাতক-জাতিকাদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা বেশি। তবে তা অনেক সময় প্রতিশোধ নেওয়ার কারণেও হতে পারে। তবে এই চার রাশির জাতকরা মিথ্যা কথা বলে থাকে বলেও মনে করে জ্যোতিষশাস্ত্র।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড উত্তেজক প্রকৃতির। কোনও জিনিস থেকে তাদের মন উঠে গেলেই বিকল্প খুঁজতে থাকে। তবে সঙ্গীকে বা বন্ধুকে না জানিয়ে কোনও কাজ করাকে এরা প্রতারণা মনে করেন না। মানসিক শান্তি পেতে যা করা উপযুক্ত তারা সেই কাজ করেছে বলে মনে করে।
ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকারা কোনও সময় বলবেন না, তাঁরা ভুল করেছেন। কোনও জায়গায় দেখা হলে এরা বলেন, তাঁরা সেই জায়গায় সবে এসেছেন।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা দ্বন্দ্বকে মেনে নিতে পারে না। সেই জন্য যদি প্রতারণা বা মিথ্যা বলতে হয়, তারা সেটাই করবে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা নিজের সঙ্গীর প্রতি সৎ। তাহলে কেন মিথ্যা বলেন? বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যদি অবহেলিত বা প্রতারিত হয়েছেন বলে মনে তাহলে বিকল্প পথ তারা খুঁজবেই। এটাকে মিথ্যা কথা বলা বলে মনে না করে প্রতিশোধও বলতে পারেন।