রনজি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিরাটকে অনন্য সম্মান দিল্লির

রনজি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিরাটকে অনন্য সম্মান দিল্লির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পর রনজির ২২ গজে ফেরার দিনটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট কোহলি। অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই আউট প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এতগুলো বছর পর তাঁকে কাছে পেয়ে আপ্লুত দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। বিরাটকে দিলেন বিশেষ সম্মান।

দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের প্রায় সায়াহ্নে এসে ফর্মে ফিরতে মরিয়া কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ মেনে রোহিত শর্মা থেকে ঋষভ পন্থ, শুভমান গিল-সহ ভারতীয় দলের প্রথম সারির একঝাঁক ক্রিকেটার ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। আয়ুষ বাদোনির নেতৃত্বে দিল্লির জার্সিতে শুক্রবার নামেন কোহলি। কিন্তু ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না তাঁর। সমর্থকদের একপ্রকার হতাশ করেই বিরাটের অফস্টাম্প ছিটকে দেন হিমাংশু সাঙ্গওয়ান। তবে রনজি ট্রফিতে দিল্লির মাঠে বিরাটের উপস্থিতি উৎসবের থেকে যে কম কিছু নয়, তা এদিনের দৃশ্যে স্পষ্ট। তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল তুঙ্গে।

এদিনের খেলা শেষে বিরাটকে বিশেষ সম্মান দেওয়া হয় দিল্লি ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। দেশের হয়ে ১০০টি টেস্ট খেলার জন্য বিরাটের হাতে ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি তুলে দেন একটি মেমেন্টো। এহেন সম্মানে আবেগাপ্লুত কোহলিও। প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। ছবি তোলার আবদারও মেটান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *