সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথযাত্রার পুরীতে ফের চূড়ান্ত অব্যবস্থা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। যার জেরে ফের পদপিষ্টের পরিস্থিতি। এবার জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে অন্তত ৩ পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও অন্তত ১০ জন আহত।
স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে চারটে থেকেই গুন্ডিচা মন্দিরের কাছে ভিড় জমানো শুরু করেন পুণ্যার্থীরা। রীতি অনুযায়ী, আজই প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রভু জগন্নাথদেবকে রথে আসীন অবস্থায় দেখার জন্যই হাজার হাজার মানুষ সংকীর্ণ পরিসরে জমায়েত করেন। ওই পরিস্থিতিতে মন্দিরের কাছে রীতি পালনের সামগ্রী ভর্তি গাড়ি এসে পৌছলে হুড়োহুড়ি শুরু হয়। ভেঙে যায় ভিড় নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যারিকেড।