রথযাত্রা Stay: রথযাত্রা উপলক্ষে বিপুল ভক্তসমাগম দিঘায়,  শুরু জগন্নাথ দেবের পুজো

রথযাত্রা Stay: রথযাত্রা উপলক্ষে বিপুল ভক্তসমাগম দিঘায়, শুরু জগন্নাথ দেবের পুজো

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত। তিনি এদিন রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। প্রথম রথযাত্রা উপলক্ষে দিঘায় সাজো সাজো রব। নিরাপক্ষার কড়াকড়িও থাকছে সৈকতশহরে।  এছাড়াও শ্রীরামপুরের মাহেশ, কলকাতার ইসকনের রথযাত্রার দিকেও থাকবে নজর। প্রতি মুহূর্তের আপডেট। 

সকাল ৯.৩০: পুজো শেষে রথে বসানো হবে জগন্নাথ দেবকে।

সকাল ৯.২৫: নতুন পোশাক পরানো হয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। শুরু হয়েছে পুজো।

 সকাল ৯.২০: রথযাত্রা উপলক্ষে দিঘায় সাজো সাজো রব। সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে বিপুল ভক্ত সমাগম।

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *