সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ডাক পেয়ে গর্বিত ‘পাঞ্জাব দি পুত্তর’। আর সেই গর্বে শামিল করে নিলেন নিজের পাঞ্জাবি শিকড়-সংস্কৃতিকে। মাথায় মণিমাণিক্য খচিত পাগড়ি। গলায় গোয়েচা’স-এর রত্নভান্ডার। পরনে দুধ সাদা কুর্তা, তেহমত। আর হাতে সিংহমুখী কৃপাণ। পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রাজকীয় বেশভূষায় মেটগালার রেড কার্পেটে ধরা দিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। নেপথ্যের কারিগর পোশাকশিল্পী প্রবাল গুরুং। আর দিলজিতের এমন সাজপোশাকেই মুগ্ধ শাকিরা। পাঞ্জাবি পপস্টারের মাধ্যমেই ভারতীয় ভক্তদের উদ্দেশে কী বার্তা পপসম্রাজ্ঞীর?
ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাত। দুধ সাদা রাজপোশাকে মেট গালার অনুষ্ঠানে প্রবেশ করলেন দিলজিৎ দোসাঞ্ঝ। দেখে পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিদেরও চোখ ঝলসে যাওয়ার জোগাড়! আর সেখান থেকেই পাতিয়ালার মহারাজ বেশে হুঙ্কার ছুঁড়লেন, ‘আমিই পাঞ্জাব।’ দিলজিৎ বললেন, “‘ব্ল্যাক ডান্ডিজম’ থিমে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাব থেকে আমার পাগড়ি, আমার সংস্কৃতি এবং আমার মাতৃভাষাকে মেট গালায় নিয়ে এসেছি।” বরাবরই শিখ শিকড়ের অলিন্দে বাস দিলজিতের। বিদেশেও যেখানেই শো করতে যান নিজের সংস্কৃতিকে এগিয়ে রাখেন। মেট গালাতেও তার অন্যথা হয়নি। এদিন বিশেষ করে নজর কাড়ে তাঁর কুর্তার সঙ্গে জুড়ে থাকা লম্বা কাপড়ে লেখা পাঞ্জাবি অক্ষর। মেট গালায় যেন একটুকরো পাঞ্জাবের মাটির গন্ধ ছড়িয়ে দিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। যে আবেশে বিভোর খোদ পপসম্রাজ্ঞী শাকিরাও।
আগেই জানা গিয়েছিল যে, শাকিরার পাশেই বরাদ্দ হয়েছে দিলজিতের জন্য ভিআইপি আসন। অনুষ্ঠানেও ক্যামেরাবন্দি হল সেই লক্ষ টাকার মুহূর্ত। একটেবিলে দেখা গেল দুই তারকাকে। শুধু তাই নয়, একই গাড়়িতে অনুষ্ঠান থেকেও ফিরলেন শাকিরা-দিলজিৎ। সেই ভিডিও ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন পপসম্রাজ্ঞী। যেখানে ভারতীয় অনুরাগীদের অভিবাদন জানাতেও দেখা গেল শাকিরাকে। পালটা নতমস্তকে করজোড়ে ‘নমস্কার’ করলেন গায়ক-অভিনেতা। আর সেই ভিডিও নিয়েই তোলপাড় নেটপাড়া।
View this put up on Instagram
সোমবার সোশাল মিডিয়ায় বিশ্বমানের ফ্যাশন ইভেন্টের আমন্ত্রণপত্র হাতে একটি ছবি শেয়ার করেন দিলজিৎ। এরপরই নিউইর্য়কের হোটেলের ঘর থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তখনও হাতে ধরা সেই আমন্ত্রণপত্র। সেখানেই মশকরা করে দিলজিতের মন্তব্য, “এর পর থেকে আমাকে কেউ আর বিয়ের কার্ড পাঠাবেন না, কারণ আমি মেট গালার মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে গিয়েছি। তবে অনুষ্ঠানের রিল বানাতে পারব না। কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।” ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এরপর ভারতীয় বিয়ের অনুষ্ঠানে সঙ্গে তুলনা টেনে গায়ক-অভিনেতার সংযোজন, “মাথাপিছু একটা প্লেট-ই বরাদ্দ। প্রতিটা প্লেটের হিসেব রাখা হচ্ছে।”