রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’ কেন হাতছাড়া হল বঙ্গকন্যা প্রিয়াঙ্কার?

রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’ কেন হাতছাড়া হল বঙ্গকন্যা প্রিয়াঙ্কার?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


শম্পালী মৌলিক: নীতিশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি’রামায়ণ’-এর টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। ২০২৬ ও ২০২৭ সালের দিওয়ালিতে যথাক্রমে পার্ট ১ ও পার্ট ২তে মুক্তি পাবে ‘রামায়ণ’। এই ছবির টিজারের শুরুতেই দেখা যাচ্ছে ব্রহ্মাণ্ডের তিন সৃষ্টিকর্তার নাম। তারপরেই দেখা যাচ্ছে রাম ও রাবণের যুদ্ধের কথা। ইতিমধ্যেই রামায়ণ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই তা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে দর্শকের মনে। টিজার মুক্তির পর থেকেই এই ছবি মুক্তির দিনগোনা শুরু করেছেন সিনেপ্রেমীরা।

এদিন দেশের মোট ন’টি শহরে দেখানো হয় এই ছবির টিজার। তার মধ্যে ছিল কলকাতাও। শহরেরই এক মাল্টিপ্লেক্সে দেখানো হয় এই টিজার। উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু চেনা মুখ। এই ছবিতে বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। আর বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করার কথা ছিল জনপ্রিয় এক বঙ্গকন্যারও। যদিও ভাগ্যের ফেরে সেই কাজের সুযোগ এলেও তা করা সম্ভব হয়ে ওঠেনি। এতদিন বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজে দর্শক তাঁকে দেখেছেন। এখন যদিও বেশিরভাগ সময়টাই কাটে তাঁর মুম্বইতেই। তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।



ঠিক কোন চরিত্রে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কার? কেনই বা তা হল না? এসব নিয়ে কথা বলতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। এই নিয়ে প্রিয়াঙ্কা জানান, “এটা প্রায় দেড় বছর আগের কথা, আমার কাছে সীতার বোন উর্মিলার চরিত্রটি করার অফার আসে। আমি তখন সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলাম। তখনই মুকেশ ছাবড়া কাস্টিং কোম্পানি থেকে এই চরিত্রের জন্য অফার আসে। কিন্তু যেহেতু আমি তখন দেশের বাইরে ছিলাম এবং দেশে ফিরতে আমার আরও একসপ্তাহ সময় লাগত তাই আর এই কাজটি করার সুযোগ হয়নি। এখন মনে হয় সিঙ্গাপুর তখন বেড়াতে না গেলেই ভালো হত। আর ঘুরতে গিয়েও সঠিকভাবে অডিশন করা যায় না। প্রপার সেটআপ থাকে না। তখন বাইরে থেকে অডিশন দেওয়া খুব মুশকিল হয়। তাই এই কাজটা করার সৌভাগ্য হল না। ওই সময়ে আমি এই ছবির পুরো কাস্টিং সম্পর্কেও জানতাম না। কিন্তু এখন যেহেতু মুম্বইতেই থাকি পরে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি। কাজটা করা হয়নি ঠিকই তবে আমার মনে হয় তবে আমি মনে করি সবটাই ভাগ্যের উপর নির্ধারিত হয়।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *