রণজয়-দেবাদৃতা-মানালির ত্রিকোণ প্রেম! আসছে নতুন সিরিজ

রণজয়-দেবাদৃতা-মানালির ত্রিকোণ প্রেম! আসছে নতুন সিরিজ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একসঙ্গে পর্দায় ধরা দেবেন মানালি, দেবাদৃতা ও রণজয়। তবে কোনও ধারাবাহিক নয় এবার সিরিজে দেখা যাবে টলিপাড়ার এই তিন অভিনেতা-অভিনেত্রীকে।

শোনা যাচ্ছে, জি-ফাইভ’র উদ্যোগে আসতে চলেছে তাঁদের তিনজনের নতুন একটি মাইক্রো ড্রামা। যেখানে কয়েক মিনিটের এক একটি পর্ব দেখতে পাবেন দর্শক। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই নতুন সিরিজ। পর্দায় মানালি, রণজয় ও দেবাদৃতাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ইতিমধ্যেই নাকি শেষ হয়েছে সিরিজের শুটিং। উল্লেখ্য, জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই এই ঘরানার বেশ কিছু সিরিজ দেখা যাচ্ছে। অন্যান্য সিরিজগুলির মতোই এই নতুন সিরিজও যে জনপ্রিয়তা পাবে এমনই আশা রাখছেন নির্মাতারা। যেহেতু দর্শক এখন শর্ট কনটেন্টের প্রতি বেশি আগ্রহী তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এমন মাইক্রো সিরিজ নির্মাণের ভাবনাচিন্তা।

এমনিতেই ছোটপর্দার দৌলতে তাঁরা প্রত্যেকেই দর্শকের কাছে খুবই চেনা মুখ। ধারাবাহিকের পাশাপাশি সিরিজেও মানালি বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, দেবাদৃতাকে শেষ দেখা গিয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। অন্যদিকে রণজয়কে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতার বিপরীতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *