সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবের রিলিজে নেই, তবে উৎসবের মরশুম শুরু হতেই দর্শক-অনুরাগীদের জন্য নতুন উপহার নিয়ে হাজির কোয়েল মল্লিক। বুধবার মুক্তি পেল তাঁর পরবর্তী সিনেমা ‘স্বার্থপর’-এর মোশন পোস্টার। সেখানেই ভাইফোঁটার ঝলক দেখিয়ে কোয়েল প্রশ্ন রাখলেন, ‘রক্ত মানেই কি আপন?’
এই প্রশ্ন বাস্তব সমাজে খুব একটা অপ্রাসঙ্গিক নয়। যেখানে রক্তের সম্পর্ক ভুলে মানুষে -মানুষে রক্তারক্তি, হানাহানি কিংবা সম্পত্তির জেরে পারিবারিক কোন্দলের বিচারসভা বসে আদালতে, তেমনই এক প্রাসঙ্গিক প্রেক্ষাপট নিয়ে কোয়েলের আগামী সিনেমা ‘স্বার্থপর’। ছবিতে অভিনেত্রীর দাদার ভূমিকায় রয়েছেন কৌশিক সেন। মোশন পোস্টারে কোয়েলের পাশাপাশি তাঁকেও দেখা গেল। এই ছবির আরও বড় চমক রঞ্জিত মল্লিক। প্রবীণ অভিনেতার চরিত্রেও তেমনই মহাচমক উপহার পাবেন দর্শক। কানাঘুষো, রঞ্জিত মল্লিককে এখানে মেয়ে কোয়েলের ‘ফ্রেন্ড, ফিলোজফার’ হিসেবে দেখা যাবে। তাঁর চরিত্রে রয়েছে একজন কনসালটেন্টের ছোঁয়া। উল্লেখ্য, হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘নাটের গুরু’ ছবিতে প্রথমবার একফ্রেমে বাবা-মেয়েকে দেখা গিয়েছিল। এবার ফের একবার মল্লিক পরিবারের দুই প্রজন্ম একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছে। প্রযোজনায় নিসপাল সিং রানে।
গল্পটা কীরকম? এক দাদা-বোনের সম্পর্ক নিয়ে ‘স্বার্থপর’-এর গল্প। কীভাবে তাদের মধ্যেকার রক্তের সম্পর্কের বিবর্তন ঘটেছে? সেই গল্পই বলা হবে এই ছবিতে। কানাঘুষো, দাদা-বোনের আইনি লড়াইয়ের ঝলকও নাকি দেখা যাবে ‘স্বার্থপর’-এ। যেখানে সম্ভবত কোয়েলের পক্ষে থাকছেন রঞ্জিত মল্লিক। যদিও রিলিজের দিনক্ষণ নিয়ে প্রযোজনা সংস্থার মুখে কুলুপ, তবে জানা গেল, চলতি বছরের দীপাবলির মরশুমে নাকি মুক্তি পাচ্ছে এই সিনেমা। খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে রিলিজ ডেট ঘোষণা করা হবে। তার প্রাক্কালেই শারদোৎসবের গোড়ায় মোশন পোস্টারে কৌতূহলের পারদ চড়ালেন কোয়েল মল্লিক ও কৌশিক সেন।
View this publish on Instagram