বিক্রম রায়, কোচবিহার: রং খেলতে খেলতে আচমকা কথা কাটাকাটি। বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটার জামাদার বস এলাকার পঞ্চকন্যার বাসিন্দা তপন বর্মন। শনিবার সকালে এলাকায় বন্ধুদের সঙ্গে রং খেলছিলেন তিনি। সেখানেই ছিল বন্ধন দাস নামে এক যুবক। সে তপনের বন্ধু বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন মদ্যপ অবস্থায় রং খেলার সময় কোনও কথাকে কেন্দ্র করে তপন ও বন্ধনের মধ্যে ঝামেলা বেধে যায়। তখনই আচমকা গুলি চালায় বন্ধন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। থমথমে এলাকা। পলাতক বন্ধন।
এবিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “বন্ধন নামে এক যুবক গুলি চালিয়েছে। দুষ্কৃতী বলেই পরিচিত। ঠিক কী ঘটেছিল এখনও স্পষ্ট নয়। তবে মদ্যপ অবস্থায় রং খেলার মাঝে অশান্তি হয়। অভিযুক্ত পলাতক।” ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।