‘যোগ্যতা হারিয়েছে ওরা…’, বাবর-রিজওয়ানকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

‘যোগ্যতা হারিয়েছে ওরা…’, বাবর-রিজওয়ানকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন হতশ্রী পারফরম্যান্স। তার জেরেই কি পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন দুই ‘মূল খেলোয়াড়’ বাবর আজম, মহম্মদ রিজওয়ান? ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা। প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ মনে করছেন, জঘন্য পারফরম্যান্সের জন্য বাবর এবং রিজওয়ান, দু’জনেই ‘মূল খেলোয়াড়’ হওয়ার যোগ্যতা হারিয়েছেন।

গত বছর ডিসেম্বরে এই জুটি শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছিলেন। রিজওয়ানের নেতৃত্বে প্রোটিয়াদের কাছে ০-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল পাকিস্তান। হাফিজ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “ওদের মূল খেলোয়াড় বলা ভুল এবং অন্যায্য। এই মুহূর্তে বাবর ও রিজওয়ান দু’জনেই এর যোগ্য নয়। মূল খেলোয়াড় তারাই, যারা পাকিস্তানকে জেতায়।”

২০২২ সাল থেকে বাবর এবং রিজওয়ানের আইসিসি ইভেন্টে পারফরম্যান্স খুবই শোচনীয়। তখন থেকেই তাঁদের নিয়ে সমালোচনা চলছে। হাফিজের সংযোজন, “গত দেড়-দু’বছর ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে সলমন আলি আঘা, সাইম আইয়ুব এবং হাসান নওয়াজ। কেন আমরা ওদের কথা বলছি না? ওরা কিন্তু বেশ উজ্জ্বল। এমনকী ম্যাচ জেতাতেও ওরা ভূমিকা রাখছে। তবে কেবল বাবর বা রিজওয়ান নয়, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওদের পারফরম্যান্সও তথৈবচ।”

উল্লেখ্য, বাবর আজমের টানা ৭২ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই। তাঁর শেষ ওয়ানডে সেঞ্চুরিটি এসেছিল নেপালের বিপক্ষে, ২০২৩ সালের এশিয়া কাপে। সেই বাবরের ব্যাটে এখন হতশ্রী চেহারা। অন্যদিকে, রিজওয়ানের অবস্থাও সঙ্গিন। তাঁর নেতৃত্বে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা। আর শেষ ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খেয়ে মাত্র ৯২ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ে পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবরদের এমন অসহায় অবস্থা দেখে চূড়ান্ত হতাশ সমর্থকরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই এই হারকে ‘জাতীয় লজ্জা’ বলেও কটাক্ষ করেছেন। পাকিস্তানের এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড থেকে বাদ পড়তে হয় দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। এই পরিস্থিতিতে বাবর, রিজওয়ানকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *