যোগী আদিত্যনাথের বায়োপিককে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড, হাই কোর্টের দ্বারস্থ নির্মাতারা

যোগী আদিত্যনাথের বায়োপিককে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড, হাই কোর্টের দ্বারস্থ নির্মাতারা

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী আদিত্যনাথের বায়োপিককে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড। পালটা চ্যালেঞ্জ জানিয়ে বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ নির্মাতারা। চলতি বছর মার্চ মাসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বায়োপিকের ঘোষণা হয়েছিল। সেই ছবির পোস্টারও বেশ প্রশংসিত হয়েছে। তবে এবার সেন্সর বোর্ডের কোপে যোগীর জীবনীচিত্র ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’।

বিগত কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিকের জোয়ার। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও ক্রীড়াদুনিয়া আবার কখনও বা গ্ল্যামারদুনিয়ার তারকাদের জীবনকাহিনি পর্দায় ফুটে উঠেছে। এবার হিন্দি বিনোদুনিয়ার বায়োপিকের তালিকায় নবতম সংযোজন যোগী আদিত্যনাথের বায়োপিক। নির্মাতাদের দাবি, যোগীর জীবনকাহিনি নাকি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও। কতটা চ্যালেঞ্জিং এবং কতটা অনুপ্রেরণামূলক? সেই প্রশ্নের উত্তর নিয়েই ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ সিনেমাটি তৈরি হয়েছে। কিন্তু এবার খবর, মুক্তির পথে বাদ সেধেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। নির্মাতাদের অভিযোগ, সিনেমাটি না দেখেই সার্টিফিকেট দিতে অস্বীকার করেছে সেন্সর বোর্ড। এবার সেই প্রেক্ষিতেই যোগীর জীবনকাহিনিকে মুক্তির আলো দেখাতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। যে মামলার শুনানি হবে শুক্রবার, পয়লা আগস্ট।

বলিউড মাধ্যম সূত্রে খবর, বিচারপতি রেবতী মোহিতে দেরে এবং নীলা গোখলের বেঞ্চ পালটা সেন্সর বোর্ডের কাছে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কারণ জানতে চেয়েছে। সিবিএফসি-র কাছে নোটিস পাঠিয়ে তাঁদের প্রশ্ন, “যে বইটিকে অবলম্বন করে যোগীর বায়োপিক বানানো হয়েছে, সেটি গত আট বছর ধরে বাজারে ঘুরছে, সেটাতে যদি কোনও সমস্যা না হয়, তাহলে সিনেমাটিকে ছাড়পত্র দিতে আপত্তি কোথায়?”

জানা গিয়েছে, সিনেমায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর শৈশব থেকে রাজনৈতিক সময়কাল ফুটিয়ে তোলা হবে। নাথপন্থী যোগী হিসেবে তাঁর সন্ন্যাস গ্রহণের কাহিনিও দেখা যাবে বড়পর্দায়। সম্রাট সিনেমাটিক্সের ব্যানারে ঋতু মেঙ্গি প্রযোজিত ‘অজেয়’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রবীন্দ্র গৌতম। শান্তনু গুপ্তের লেখা ‘দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার’ বইয়ের আঁধারেই সাজানো হয়েছে যোগীর বায়োপিকের চিত্রনাট্য। সিনেমায় আদিত্যনাথের ভূমিকায় দেখা যাবে অনন্ত যোশিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, দীনেশ লাল যাদব ওরফে নিরহূয়া, অজয় মেঙ্গি, পবন মালহোত্রা, গরিমা সিং, রাজেশ খট্টর-সহ একাধিক অভিনেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *