যোগীর নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রেললাইনে, তদন্তে নামল পুলিশ

যোগীর নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ পড়ে রেললাইনে, তদন্তে নামল পুলিশ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইন থেকে উদ্ধার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তারক্ষীর ক্ষতবিক্ষত দেহ। রবিবার সকালে উত্তরপ্রদেশের মিরগঞ্জের কাছে রেললাইন থেকে উদ্ধার উদ্ধার হয়েছে অঙ্কুর কুমার নামে ওই যুবকের দেহ। দুর্ঘটনা, নাকি হত্যা করা হয়েছে ওই যুবককে তা নিয়ে ধন্দে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ বছর বয়সি অঙ্কুর গাজিয়াবাদ পিএসি ৪৭ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান ছিলেন। লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। রবিবার মিরগঞ্জের কাছে বরেলি-মোরাদাবাদ স্টেশনের মাঝে রেললাইনে পড়ে থাকতে দেখা যায় অঙ্কুরের দেহ। স্থানীয়রাই এই ঘটনা দেখে পুলিশে খবর দেন। এর পর পুলিশ এসে দেহ উদ্ধার করে। কীভাবে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার (দক্ষিণ) অংশিকা বর্মা বলেন, “সকাল সাড়ে ৬টা নাগাদ গুলা ফাটকের কাছে বরেলি-মোরাদাবাদ স্টেশনের মাঝে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি ফোন উদ্ধার করেছে। কিছুক্ষণ পর ওই ফোনে একটি ফোন আসে তখনই ওই যুবকের পরিচয় পাওয়া যায়। জানা যায় তিনি কনস্টেবল অঙ্কুর শর্মা।” তিনি মুজফফরনগরের শিখেদা থাকার অন্তর্গত মনোহরা গ্রামের বাসিন্দা। মৃতের পরিবারকে খবর দেওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *