‘যুদ্ধবিরতি লাগু’, কার্যত বাঁশি ফুঁকে ট্রাম্পের ঘোষণা, ‘আর কোনও হামলা নয়’

‘যুদ্ধবিরতি লাগু’, কার্যত বাঁশি ফুঁকে ট্রাম্পের ঘোষণা, ‘আর কোনও হামলা নয়’

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত বাঁশি ফুঁকে ইরান ও ইজরায়েলের উদ্দেশে জানিয়ে দিলেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। অনুগ্রহ করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।’

মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ ডোলান্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ইজরায়েল এই হামলা শুরু করেছে। ইরান নয়। ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে।’ এই ডামাডোলের মাঝেই খবর আসে ইজরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পালটা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায়।

এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৯.৩০ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরান। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইজরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। যদিও শেষ পর্যন্ত দুই তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয়।

এরপর সোশাল মিডিয়ায় যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা করে ট্রাম্প জানালেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। অনুগ্রহ করে আর কেউ একে অপরের বিরুদ্ধে হামলা চালাবেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *