শান্তনু কর, জলপাইগুড়ি: কম্বোডিয়ায় এখন যুদ্ধের আবহ। আর সেই সুদূর দেশ থেকেই প্রতারণার ফাঁদ! সেই ফাঁদে পরেই লক্ষ লক্ষ টাকা খুইয়েছিলেন বাংলার এক বাসিন্দা। পুলিশ তদন্তে নেমে একাধিক সূত্রের সন্ধান পেয়েছিল। পুলিশ ওই ঘটনায় এক লিঙ্কম্যানকে গ্রেপ্তার করল। ঘটনাটি জলপাইগুড়ি জেলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার এক বাসিন্দা প্রতারিত হয়েছিলেন। গত অক্টোবর মাসে শেয়ার বাজারে অর্থলগ্নির প্রলোভন দেখিয়ে ওই যুবককে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর ওই যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। ওই যুবকের মোট ২০ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ।
প্রতারণার শিকার হয়েছেন তিনি, সেই কথা বুঝেই ওই যুবক জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই হোয়াটসঅ্যাপ কলটি এসেছিল কম্বোডিয়া থেকে। সেখান থেকেই প্রতারণার ছক কষা হচ্ছিল। এরপর বিভিন্ন সূত্র থেকে তথ্য পেতে শুরু করে পুলিশ। সেসব সূত্র ধরেই ওই চক্রের অন্যতম লিঙ্কম্যানকে পাকড়াও করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম মাশুদ হাসান, বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায়। ধৃতের থেকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল, ল্যাপটপ উদ্ধার হয়েছে। ধৃতের থেকে পাওয়া গিয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার টাকা। আজ, শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল। ধৃতকে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃত আরও একাধিক প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশের অনুমান। ধৃতকে জেরা করে একাধিক তথ্য পেতে চাইছে পুলিশ।