সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই চেনা প্রাসাদোপম বাড়ি। উঠোনের তুলসীমঞ্চ। দেওয়ালে ফ্রেমবন্দি পারিবারিক সব মিষ্টি মুহূর্ত। ১৭ বছর বাদেও একই রয়েছে ‘তুলসী’র সংসার। বহু সম্পর্কের সমীকরণ হয়তো বদলেছে। তবে সময় আধুনিক হলেও ‘শান্তিনিকেতন’-এর ঐতিহ্য-পরম্পরা বদলাতে দেননি তুলসী ভিরানি ওরফে স্মৃতি ইরানি। ‘কিউঁ কি…’র নতুন প্রোমোয় কখনও শাশুড়ি-বউমার সম্পর্ক আবার কখনও বা ভিরানি পরিবারকে এক সুঁতোয় বেঁধে রাখার চ্যালেঞ্জের কথা বললেন তিনি।
পরনে শাড়ি। লাবণ্য-অভিজাত্যে পরিপূর্ণ চেহারা। কপালে সিঁদুরে টিপ। শক্ত করে বাঁধা খোঁপা… দেড় দশক আগে ‘সংস্কারি তুলসী ভিরানি’র এহেন লুকই আদ্যোপান্ত ভারতীয় নারীর সমার্থক হয়ে উঠেছিল। তবে অভিনেত্রী পরবর্তীতে রাজনীতির রঙ্গমঞ্চে পা বাড়নোয় সেই ইমেজে ভাঁটা পড়ে! এবার ফের একবার একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন স্মৃতি ইরানি, সেই খবর আগেই মিলেছিল। এবার প্রোমোয় ‘পরিণত’ তুলসী লুকে ধরা দিয়ে ‘কিঁউ কি…’ ধারাবাহিকের নস্ট্যালজিয়া ফেরালেন দুঁদে নেত্রী। তুলসীর মুখে শোনা গেল সেই চিরপরিচিত সংলাপ, “দেওয়ালে টাঙানো ফটোফ্রেমে থাকা মানুষেরা নয়, কাছের মানুষ আদতে তাঁরাই হন, যাঁরা কঠিন সময়ে একে-অপরের পাশে থাকেন।” সদ্য মুক্তিপ্রাপ্ত ঝলকে কখনও স্বামী মিহির, বড়ছেলে ‘গোমজি’র প্রসঙ্গও টানলেন, আবার কখনও বা ‘বা’-এর ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করতে দেখা গেল তুলসীকে। এমনকী বাড়ির বউমাদের মেয়ের মতো যত্নে রাখার নিদানও দিতে শোনা গেল তাঁকে।
View this publish on Instagram
‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’ সিরিয়ালের প্রোমো শেয়ার করে চ্যানেলের তরফে লেখা হয়েছে, ‘বদলে যাওয়া সময়ে এক নতুন চিন্তাধারা নিয়ে প্রত্যাবর্তন করছে তুলসী। ওঁর এই নতুন সফরে আপনারাও সঙ্গী হতে চান? তাহলে ২৯ জুলাই থেকে রাত সাড়ে ১০টায় রোজ চোখ রাখুন স্টার প্লাসে।’ ২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। এবার নতুন আঙ্গিকে ফিরতে চলেছে ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। সেই ধারাবাহিকেরই নয়া প্রোমোয় দেখা গেল, আগের মতোই একা হাতে সংসারকে আগলে রেখেছেন তুলসী স্মৃতি।