যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্যকে ‘হেনস্তা’, দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্পেন ফেরত প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্যকে ‘হেনস্তা’, দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্পেন ফেরত প্রাক্তনী

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষান্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুরের ঘটনায় জারি ধরপাকড়। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

ঘটনা গত ১ মার্চের। ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান ব্রাত্য বসু। তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান মূলত বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। উত্তপ্ত পরিস্থিতিতে অসুস্থও হয়ে পড়েন ব্রাত্য বসু। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। সেখানে নাম ছিল হিন্দোল মজুমদারের। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করাই ছিল।

হিন্দোল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বি-টেক করেন। গবেষণার জন্য স্পেনে ছিলেন। স্পেন থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দর তাঁকে আটক করে অভিবাসন বিভাগ। কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর একটি দল দিল্লির উদ্দেশে পাড়ি দেয়। ধৃতকে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে আদালতে তোলা হবে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *