রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে থানায় পৌঁছলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। শনিবার সকালে চিঠি পাঠিয়ে তাকে তলব করে যাদবপুর থানা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন ঘটনায় তাঁর কী কী তথ্য ও ভিডিও ফুটেজ রয়েছে তা সঙ্গে আনতে বলে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। সৃজন থানা থেকে না বেরনো পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছে তারা। তা নিয়ে থানায় ঢোকার সময় তিনি বলেন, “আমাকে ডাকা হল, অপরাধের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের ডাকা হল না, টিএমসিপির বহিরাগত ছিল তাঁদের ডাকা হল না, এই সব প্রশ্ন ছাত্ররা তুলছেন অসুবিধার কী আছে?”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]