যশস্বীর ‘সাহসী’ সেঞ্চুরির প্রশংসায় শচীন, ‘ফুল মার্কস’ দিলেন দৃঢ়চেতা আকাশ দীপকেও

যশস্বীর ‘সাহসী’ সেঞ্চুরির প্রশংসায় শচীন, ‘ফুল মার্কস’ দিলেন দৃঢ়চেতা আকাশ দীপকেও

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন আকাশ দীপ ও যশস্বী জয়সওয়াল। প্রথমজনের হাফসেঞ্চুরি ও দ্বিতীয়জনের সেঞ্চুরিতে পঞ্চম টেস্টে ভালো জায়গায় ভারত। আর দুজনের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর।

দ্বিতীয় দিনের শেষে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপ। তৃতীয় দিনের শুরু থেকেই দেখা গেল, দুই ব্যাটারই ইংল্যান্ড পেস আক্রমণকে নির্বিষ করে দিতে। বাজবলের পালটা যেন ‘যশ-দীপ বল’ খেলল ভারত। ইংরেজ বোলাররা তাঁদের টলাতে পারেননি। ‘নৈশপ্রহরী’ আকাশ দীপ আউট হন ৬৬ রানে। টেস্টে ভারতীয় নাইট ওয়াচম্যানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন আকাশ। তাতে স্বয়ং শচীনের রেকর্ডকেও ছুঁয়েছেন তিনি। এই শতকে ইংল্যান্ডের মাটিতে টেস্টে চার নম্বরে নেমে হাফসেঞ্চুরি করেছেন আকাশ। যে রেকর্ড রয়েছে শচীন, বিরাট কোহলি ও শুভমান গিলের।

অন্যদিকে যশস্বী অনড়-অটল। লাঞ্চের আগে তিনি ৮৫ রানে অপরাজিত ছিলেন। কঠিন পিচে ধৈর্য ও অধ্যবসায় কাজে লাগিয়ে ১২৭ বলে সেঞ্চুরি করেন তিনি। এটাও ঠিক যে, ক্যাচ পড়ে জীবনদান পান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এটা তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি আউট হন ১১৮ রানে।

সোশাল মিডিয়ায় শচীন লিখেছেন, ‘অসাধারণ সেঞ্চুরি করেছে যশস্বী। এমন একটা পিচে যেখানে পরীক্ষায় বসতে সাহস ও একাগ্রতা দরকার। আকাশ দীপকেও ফুল মার্কস দিতে হবে। চাপের মুখে হৃদয় ও দৃঢ়তার সঙ্গে ব্যাট করেছে। লড়তে থাকো, ভারত।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *