যমে-মানুষে লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু নিউটাউনের তথ্যপ্রযুক্তি কর্মীর

যমে-মানুষে লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু নিউটাউনের তথ্যপ্রযুক্তি কর্মীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকঘণ্টা হাসপাতালে বেডে শুয়ে যমে-মানুষে লড়াই। শেষরক্ষা হল না। প্রাণ গেল নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্যের। বুধবার দুপুরে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি।

জানা গিয়েছে, দ্বৈপায়নবাবু ও তাঁর স্ত্রী একই বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীদের তরফে পাওয়া খবর অনুযায়ী, তাঁর স্ত্রী ওই সংস্থার বেশ শীর্ষস্তরের কর্মী ছিলেন। দ্বৈপায়ন অবশ্য তেমন বড় কোনও পদে ছিলেন না। পেশাগত ক্ষেত্রে বেশ কয়েকদিন কিছু জটিলতার মধ্যেই কাটছিল দ্বৈপায়নের। তাই মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই সম্ভবত চরম সিদ্ধান্ত নেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে হতচকিত সহকর্মীরা। বাঁধ মানছে না তাঁর স্ত্রীর চোখের জলও।

উল্লেখ্য, প্রতিদিনের মতো বুধবার সকালেও অফিসে যান দ্বৈপায়ন। সকাল থেকে স্বাভাবিকই ছিলেন। দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন। এরপর সকলের অলক্ষ্যে ৬ তলায় চলে যান। কিছুক্ষণের মধ্যে তাঁর সহকর্মীরা জানতে পারেন, বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন দ্বৈপায়ন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় নিউটাউনের একটি হাসপাতালে। সেখানে বেশ কয়েকঘণ্টা চিকিৎসাও চলে। তবে আঘাত অত্যন্ত গুরুতর ছিল তাঁর। তাই শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দ্বৈপায়নের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *