যত কাণ্ড পাকিস্তানে! করাচির যাত্রীকে পাঠানো হল সৌদি আরব, আজব কীর্তি পাক এয়ারলাইন্সের

যত কাণ্ড পাকিস্তানে! করাচির যাত্রীকে পাঠানো হল সৌদি আরব, আজব কীর্তি পাক এয়ারলাইন্সের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাহোর থেকে করাচি যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিলেন যাত্রী। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের ভুলে করাচির পরিবর্তে যাত্রীকে তুলে দেওয়া হল সৌদি আরবগামী বিমানে। ২ ঘণ্টা পরও বিমান অবতরণ না করায় সন্দেহের বসে ক্রুকে প্রশ্ন করতেই তিনি জানতে পারেন বিরাট ভুল হয়ে গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করাচির পরিবর্তে সৌদি আরবের জেড্ডায় পৌঁছে যাওয়া ওই পাক নাগরিকের নাম শাহজাইন। তিনি বলেন, “করাচি যাওয়ার জন্য লাহোর বিমানবন্দর থেকে টিকিট কেটেছিলাম আমি। সেই টিকিট এয়ার হোস্টেজ ও বিমান কর্মীদের দেখাই। বিমান বন্দরের ভিতরে একটি টার্মিনালে দুটি বিমান পার্ক করা ছিল। আমি টিকিট দেখিয়ে বিমানে উঠলেও কেউই আমায় জানায়নি আমি ভুল বিমানে উঠছি। ২ ঘণ্টা বিমান চলার পরও বিমান অবতরণ না করায় এয়ার হোস্টেজকে বিষয়টি জিজ্ঞেস করতে তিনি বিষয়টি আমায় জানান।”

শুধু তাই নয় ওই ব্যক্তি জানান, “বিষয়টি জানার পর বিমানের ক্রু সদস্যরা আমাকেই দোষারোপ করতে শুরু করেন। অভিযোগ করা হয়, এটি আমার ভুল, এবং এর জন্য আমার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে এটা যে কোনওভাবেই আমার ভুল নয় তা ওরা ভালো করেই জানে।” গোটা ঘটনায় পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শাহজাইন বলেন, “এই ধরনের আন্তর্জাতিক সফর করার জন্য পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। যা আমার কাছে ছিল না। তাহলে কীভাবে আমাকে বিমানে উঠতে দেওয়া হল?” বিষয়টি সামনে আসার পর স্বাভাবিকভাবেই পাক বিমানসংস্থায় নিরাপত্তার ব্যাপক গাফিলতি সামনে এসেছে। গোটা ঘটনায় বিবৃতি দিয়েছে লাহোর বিমানবন্দর। স্পষ্টভাবে তাদের তরফে জানানো হয়েছে, এই ঘটনা বিমান সংস্থার গাফিলতির জেরে।

এদিকে জেড্ডায় পৌঁছনোর পর ওই যাত্রী পরবর্তী বিমানে তাঁকে করাচি ফেরত পাঠানোর কথা বললে বিমান সংস্থার তরফে জানানো হয়, এই পক্রিয়ায় তিন থেকে চার দিন সময় লাগতে পারে। এদিকে এই আজব ঘটনায় বিমান সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাহজাইন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *