ম্যাঞ্চেস্টার পন্থকে দেখে শিক্ষা, ভারতীয় ক্রিকেটে চালু হচ্ছ ‘SIR’, গুরুতর চোটে মিলবে পরিবর্ত

ম্যাঞ্চেস্টার পন্থকে দেখে শিক্ষা, ভারতীয় ক্রিকেটে চালু হচ্ছ ‘SIR’, গুরুতর চোটে মিলবে পরিবর্ত

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নয়া নিয়ম। এবার থেকে খেলা চলাকালীন কোনও ক্রিকেটার গুরুতর চোট পেলে তাঁর পরিবর্ত নামানো যাবে। আর সেই পরিবর্ত শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং এবং বোলিংও করতে পারবেন। আসন্ন লাল বলের মরশুমেই নয়া নিয়ম চালু হচ্ছে।

ভাঙা পা নিয়েও ফের ময়দানে। অদম্য, অকুতোভয়ী মানসিকতার উদাহরণ তৈরি করেছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টে পা ভেঙে গেলেও ফের ব্যাট করতে নামতে হয়েছে তাঁকে। আবার পরে ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নেমে সাহসিকতার নজির গড়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকসও। কিন্তু পন্থ বা ওকসের ঝুঁকি নিয়ে খেলার দরকারই পড়ত না, যদি আইসিসি গুরুতর চোটের ক্ষেত্রে পরিবর্তের সুযোগ দিত। কিন্তু আইসিসির তেমন নিয়ম নেই। আইসিসির নিয়মের গেরো বলছে চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না। একমাত্র ব্যতিক্রম কনকাশন সাব। পন্থের ঘটনার পর বদলি প্লেয়ারের নিয়ম বদলানোর কথা ভাবছে আইসিসি।

তবে আইসিসি যেটা ভাবনা চিন্তার স্তরে রেখেছে, সেটাই কার্যকর করে ফেলছে বিসিসিআই। আগামী লালবলের মরশুম থেকেই ঘরোয়া ক্রিকেটে শুরু হচ্ছে সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট (SIR)। বোর্ড জানিয়েছে, কোনও ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান তখন তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটার নামাতে পারবে তাঁর দল। সেই ক্রিকেটার ব্যাট, বল ফিল্ডিং সব করতে পারবেন। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। একমাত্র ম্যাচ রেফারির যদি মনে হয়, কোনও ক্রিকেটারের চোট গুরুতর তবেই ওই রিপ্লেসমেন্টের অনুমতি দেবেন তিনি। আবার ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন মাঠে চোট পান তবেই ওই পরিবর্তের অনুমতি দেওয়া হবে। অনুশীলনে বা অন্য কোনওভাবে চোট পেলে পরিবর্ত পাওয়া যাবে না।

বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুমে এই নিয়ম চালু করছে। তবে সাদা বলের ক্রিকেটে অর্থাৎ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফিতে এখনই এই নিয়ম চালু হবে না। সম্ভবত আইপিএলেও এই নিয়ম চালু হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *