সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরি হামলার জেরে রক্তাক্ত ব্রিটেনের শহর ম্যাঞ্চেস্টার। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ৪। জানা গিয়েছে, শহরের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে এই হামলা চালানো হয়েছে। তবে সূত্রের খবর, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রেটার ম্যাঞ্চেস্টারের ক্রাম্পসল শহরে একটি ইহুদি উপাসনালয়ের বাইরে বহু মানুষের ভিড় ছিল। সেই সময় এক যুবক ধারাল ছুরি নিয়ে আচমকা সেখানে হামলা চালায়। ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে বহু মানুষ। জানা যাচ্ছে, এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪। হামলা চলাকালীন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশে খবর দেন। মিনিট খানেকের মধ্যেই সেখানে উপস্থিত হয় পুলিশের একটি দল। জানা গিয়েছে, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে সেখানে মৃত্যু আততায়ীর। কিন্তু কী কারণে ওই যুবক হামলা চালালো, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আততায়ী মানসিক ভারসাম্যহীন ছিল।
এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেন, “ক্রাম্পসলের ইহুদি উপাসনালয়ের বাইরে এই হামলার ঘটনায় আমি হতবাক। ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিনেই এই ঘটনাটি ঘটেছে, যা আরও ভয়াবহ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”